২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:২৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

সৈয়দ আমিনুল হক পানি শাহ (র.) ওরশ শরীফে অলি আউলিয়াদের জীবনাদর্শই মানব মুক্তির ঠিকানা-সৈয়দ মোহাম্মদ ইলিয়াছ জাবেদ (ম.)

     

 

আউলিয়া আল্লাহর প্রিয়তম বান্দা। প্রিয় বন্ধু। তাই আউলিয়াগনের মাধ্যমে মহান আল্লাহ মানুষের কল্যাণের পথে এগিয়ে নিতে সাহায্য করেন। সেজন্য মানুষ অলি আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রদর্শন মানব মুক্তির আশ্রয় প্রশ্রয়ের ঠিকানা খুজে পায়। হাটহাজারী ধলইস্থ রুহুল আশেকিন, ছেরাজুছ ছালেকিন, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, ফানাফি শেখ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক পানি শাহ (র.) এর ৬০ তম পবিত্র ওরশ শরীফ মহাসমারোহে ধলই আমিন ভাণ্ডার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্য মর্যাদায় শাহ ছাহেব কেবলার  মনোনীত মোনতাজেম ও জিম্মাদার ছোট ভাই হযরত সৈয়দ ফয়জুল হক শাহ (র.) এর প্রথম পুত্র হযরত সৈয়দ আমিনুল হক পানি শাহ (র.) এর মনোনীত ও খেলাফতপ্রাপ্ত হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ শাহআলম শাহ (র.) এর একমাত্র পুত্র সৈয়দ মোহাম্মদ ইলিয়াছ জাবেদ শাহ শাজ্জাদানশীন, গাউছিয়া আমিন মঞ্জিল ধলই আমিন ভান্ডার দরবার শরীফ ছদারত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মুমিন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আহমদ, কাটিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর জামাল সিআইপি, মাওলানা অধ্যক্ষ সফি নগরী, মাওলানা ইলিয়াছ চৌধুরী, আবদু রহিম চৌধুরী, মাওলানা বশিরুল আলম, ইউপি সদস্য আজম উদ্দিন শরীফ, ব্যাংকার জয়নাল আবেদীন, মাস্টার মুজিবুল আলম, শাহব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী, মাওলানা মুজিবুল হক, মাওলানা বেলাল, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ তানজিদ হোসাইন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply