১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:১৪/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৬:১৪ পূর্বাহ্ণ

  চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভায় বক্তারা বিশ্ব ইতিহাসে বঙ্গবন্ধু এক কালজয়ী নেতা

     

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা সংগঠনের সভাপতি মুহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে গত ১৭ মার্চ বিকাল ৩টায় অনুষ্টিত হয়। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সহ-সভাপতি জসিম উদ্দিন, চৌধুরী, ডা. জামাল উদ্দিন, সাংবাদিক সোহেল তাজ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন গিফারী, ডা. রিপন দে, মোহাম্মদ ইমতিয়াজ, আনন্দ মজুমদার, সাইফুল ইসলাম, নুসরাত জাহান অর্পিতা প্রমুখ। পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বিদায় আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বিশ্বের লৌহমানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদুর প্রসারী এবং সাহসী নেতৃত্বে বাংলাদেশ তার বহুদিনের কাঙ্খিত স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আজ বঙ্গবন্ধু শুধু বাঙ্গালীর নেতা নয় সমগ্রী পৃথিবীর মানুষের কাছে একজন কালজয়ী নেতা হিসেবে স্বীকৃত। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা যেমন দিয়েছিলেন ঠিক তেমনি এই ভাষনের মাধ্যমে পৃথিবীর শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায় সহ বিশ্ব ইতিহাসে এগিয়ে যাওয়ারও পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধুকে নিয়ে আজ পৃথিবীর  নানা দেশে গবেষণা হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শকে বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে করে প্রজন্মরা কোন ভাবেই জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদে জড়িয়ে না যায়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply