২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৪০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামে হোটেল সিলটনে এসব কী হচ্ছে?

     

পর্ব ১

চট্টগ্রামে আলকরণ এলাকায় অপরাধীদের স্বর্গরাজ্য গড়ে উঠেছে।একটি আবাসিক হোটেলের নামে চলছে নানা অসা্মাজিক কাজ।একটি প্রগতিশীল সংগঠনের নেতার মালিকানাধীন এই ভবনে সিলটন নামে আবাসিক হোটেল হলেও এখানে দিনরাত তরুনদের ধ্বংশ করে এমন সব অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে হরদম। স্হানীয় সাধারণ জনগণ, মসজিদের মুছল্লি, সিটি কলেজ ও ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছা্ত্রছাত্রী এই হোটেলের অসামজিক কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছে।

জানা গেছে, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, গোয়ান্দা সংস্হা, বাংলাদেশ ব্যাংক ও কোতায়ালীর থানার অদূরে এটি আলকরণ এলাকায় অবস্হিত।সিলটন নামক এটি একটি আবাসিক হোটেল হলেও এটি মূলত দূর্ধর্ষ অপরাধীদের নিরাপদ ঘাঁটি।এখানে দেশের  বিভিন্ন জেলা ও উপজেলার ওয়ারেণ্ট প্রাপ্ত আসামীরা নিরাপদে রাত যাপন করে থাকে।প্রশাসনের কতিপয় দৃর্নীতিবাজ লোকজনের সাথে হোটেলের লোকজনের গোপন লেনদেনের কারনে রাতে ও দিনে এই হোটেলে অভিযান পরিচালনা হয় না।ইয়াবা ব্যবসায়ী সিণ্ডিকেট এটিকে পতিতালয় বানিয়ে তারা বিভিন্ন অপরাধীদের এটি ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে ।বিস্তারিত আসছে…

শেয়ার করুনঃ

Leave a Reply