২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৫০/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১:৫০ পূর্বাহ্ণ

রঘুননন্দন চৌধুরী’র ধর্মসভা ও মহোৎসব ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি

     

 

দক্ষিণ রাউজানের পূর্ব গুজরাস্থ শ্রীশ্রী দশভুজা ও সাধক শ্রীশ্রী রঘুনন্দন চৌধুরী স্মৃতিসৌধ পরিষদ এর উদ্যোগে রঘুনন্দন ভবনে সাধক শ্রীশ্রী রঘুনন্দন চৌধুরী’র ষোড়শপ্রহর ব্যাপী মহোৎসব উপলক্ষে এক ধর্মসভা অনুষ্ঠিত হবে। সভাপতি শ্রী মৃদুল দাশ সভাপতিত্ব ধর্মসভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা এবিএম ফজল করিম চৌধুরী (সভাপতি রেলমন্ত্রাণলয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি)। পরিচালনা পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক কানু রাম দাশের সঞ্চালনা করবেন। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক জ্যোতির্ম্ময় চৌধুরী কাজল। এতে আরো উপস্থিত থাকবেন আশুতোশ মহাজন, সত্যরঞ্জন চৌধুরী, প্রেমহরি দাশ, অরুণ বিকাশ মহাজন, উৎসব পরিচালনা পরিষদের সভাপতি সত্যরঞ্জন দাশ, উৎসব পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ দাশ, প্রণব কান্তি দাশ, কার্তিক দত্ত, রবি কুমার বিশ্বাস, চন্দন দাশ, সুব্রত কুমার দে (কাঞ্চন), সুমন্ত নন্দী, ডাঃ রণজিত দে, ডাঃ বিজয় দে, রামপ্রসাদ নন্দী ও বসু ঘোষ প্রমূখ। ৬ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ, ১৯ ফেব্র“য়ারি ২০১৮ খ্রিস্টাব্দ, সোমবার, সকাল ১১ ঘটিকায় শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, দুপুর ১২ ঘটিকায় শ্রীশ্রী দশভুজা মায়ের ও সাধকের ভোগরাগ, বিকাল ৩ ঘটিকায় মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনায়- চট্টগ্রাম বেতার ও টেলিভিশন এবং সাধক শ্রীশ্রী রঘুনন্দন শিল্পীগোষ্ঠী, সন্ধ্যা ৬ ঘটিকায় মনোজ্ঞ ধর্মীয় নৃত্যনাট্য “রূপং দেহি, জয়ং দেহি” পরিচালনায় ও পরিবেশনায় দ্বীপশিখা নৃত্যগোষ্ঠী, চট্টগ্রাম। সন্ধ্যা ৭ ঘটিকায় উদ্বোধক ও প্রধান ধর্মীয় বক্তা হিসেবে শ্রীমৎ বীরেশ্বরানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, ব্রহ্মনন্দ যোগাশ্রম, ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রাম, উপস্থিত থাকবেন। ৭ ও ৮ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ, ২০ ও ২১ ফেব্র“য়ারি ২০১৮ খ্রিস্টাব্দ, মঙ্গল ও বুধবার শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম কংকীর্ত্তণ, ৯ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ, ২২ ফেব্র“য়ারি ২০১৮ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ব্রাহ্মমুহুর্তে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তণের পূর্ণাহুতি ও নগর কীর্ত্তণ অনুষ্ঠিত হবে। এতে অনুষ্ঠানের প্রতি দিবসে দিবা-রাত্রি অন্নপ্রসাদ আস্বাদনের ব্যবস্থা রয়েছে। সকল ভক্তপ্রাণ নর-নারীকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুরোধ জ্ঞাপন করেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply