১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:২৮/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৫:২৮ পূর্বাহ্ণ

শ্রীপুরে সাফারি পার্কে ব্ল্যাক সোয়ানের ৬ ছানা

     

 

এস এম জহিরুল ইসলাম

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ব্ল্যাক সোয়ানের ৬টি ছানার জন্ম হয়েছে। আরও ২টি ডিম এখনও ফুটার অপেক্ষায় আছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা থেকে ছানা পাওয়া যাবে বলে সাফারি পার্ক সূত্রে জানা গেছে।

পার্কের প্রাণী সংরক্ষক রফিকুল ইসলাম জানান, গত বুধবার ৩টি ও বৃহস্পতিবার আরও ৩টি বাচ্চা ডিম ফুটে বের হয়। পার্কটির “ডাক গার্ডেন”এ গত বছর ডিসেম্বরে ৩ ও ৪ তারিখে ৪টি ছানা জন্ম নিয়েছিল। বর্তমানে ৬টি ও প্রাপ্ত বয়স্ক ২২টি ও পূর্বের ৪টিসহ এখানে মোট ৩২টি ব্ল্যাক সোয়ান আছে।

পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, পার্কের ফেন্সী ডাক গার্ডেনের মূল সৌন্দর্য হলো বাহারি রঙের সোয়ান। এদের মধ্যে ব্ল্যাক সোয়ান বিচিত্র রঙ ও স্বভাবের। এরা বিশাল দেহের ও উভচর স্বভাবের। দীর্ঘ সরু গলা ও গাঢ় লাল বর্ণের ঠোঁট এদের বিরল বৈশিষ্ট্য। ব্ল্যাক সোয়ান মূলত অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। কিন্তু এদের বর্তমানে সারা পৃথিবীর বিভিন্ন এভিয়্যারিতেও দেখা মেলে। সাফারি পার্কের এই সোয়ানগুলো দক্ষিণ আফ্রিকা থেকে কিনে আনা হয়েছিল পার্ক প্রতিষ্ঠার সময়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply