২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৪৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

হাটহাজারীর ধলইয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা গণতন্ত্র ও মৌলিক অধিকার ফিনিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে

     

 

উত্তর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেছেন, ‘গণতন্ত্র এখন গণভবনের চার দেয়ালে আবদ্ধ হয়ে পড়েছে। স্বৈর সরকারের নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থার কারণে সভা-সমাবেশের সাংবিধানিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে মাঠে ময়দানে জনসভা করার মৌলিক অধিকার হরণ করে সরকার আমাদের সাংগঠনিক তৎপরতা চার দেয়ালের মধ্যে করতে বাধ্য করছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না থাকায় দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। গণতন্ত্র ও আইনের শাসন না থাকার কারণেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিস্তার লাভ করছে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারলে বাংলাদেশ ক্রমান্বয়ে কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন করছেন তা বেগবান করতে হবে।’ তিনি আজ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজোয়ান নুর সিদ্দিকী উজ্জ্বল,ধলই বিএনপির সাধারণ সম্পাদক জিএম আজম মাস্টার, হাটহাজারী যুবদলের আহ্বায়ক শাহেদুল আজম শাহেদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, ধলই বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ফারুক, সোহেল রানা, হাবিব লিটন, কামাল উদ্দিন, ধলই যুবদলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নাসিম, মির্জাপুর যুবদলের সভাপতি মো.মুবিন, একরাম চৌধুরী, যুবদল নেতা আলী নিজাম বেলাল,ধলই ছাত্রদলের আহ্বায়ক শফিউল আজম চৌধুরী, জয়নাল আবেদীন,জামাল উদ্দিন, মো.আইয়ূব, জাহেদুল ইসলাম বাপ্পী,মো.মনু, সরোয়ার টিপু, তসিফ মনি, রিপন দে, মঈনুদ্দিন শিবু প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply