২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:০২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:০২ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জে ডাক্তার না থাকায় স্বাস্থ্য কেন্দ্র বন্ধ

     

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধর সুন্দরগঞ্জ উপজেলার চিকিৎসা ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙ্গে পড়েছে। ডাক্তার না থাকায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সমুহ বন্ধ হয়ে গেছে। প্রতিদিন চিকিৎসা নিতে এসে ডাক্তার না থাকায় এবং স্বাস্থ্য কেন্দ্র বন্ধ থাকায় হাজারও মানুষ বিনা চিকিৎসায় বাড়িতে ফিরে যাচ্ছে। অকালে প্রাণ দিতে হচ্ছে অনেককে। গত এক মাস থেকে উপজেলার ধর্মপুর, ধুবনী কঞ্চিবাড়ি ,শোভাগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা মারাত্বকভাবে বিঘিœত হচ্ছে। ওইসব এলাকার হাজারও মানুষ প্রতিদিন চিকিৎসা সেবা হতে বঞ্চিত হয়ে পড়ছে। উপরদিকে ওইসব স্বাস্থ্য কেন্দ্র সমুহের জন্য বরাদ্দকৃত ওষুধ কোথায় যাচ্ছে না নিয়ে দেখা দিয়েছে জনমনে নানা প্রশ্ন। ধর্মপুর বাজারের বিশিষ্ট সমাজ সেবক সাজ্জাত হোসেন ডাকুয়া লিখন জানান গত ২মাস হতে ধর্মপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নেই। পিয়ন জিয়া মিয়া সাতদিনে একদিন স্বাস্থ্য কেন্দ্রটি খোলে। প্রতিদিন শত শত মানুষ ওষুধ নিতে এসে ফিরে যায়। তিনি আরও বলেন স্বাস্থ্য কেন্দ্রটির ২য় তলায় দীঘদিন থেকে একজন বাহিরাগত চাকরিজীবি পরিবার নিয়ে বসবাস করে আসছে। একটি সুত্রে জানা গেছে উপজেলা ও ১৫টি ইউনিয়ন এবং ১টি পৌর সভার স্বাস্থ্য কেন্দ্র সমুহে ২০জন মেডিকেল অফিসারের পদ রয়েছে। সে স্থলে মেডিকেল অফিসার রয়েছে মাত্র ৬ জন। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। মেডিকেল অফিসারগণ সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না মর্মে অভিযোগ তুলেছেন খোদ উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার ইয়াকুব আলী মোড়ল। তিনি বলেন একদিকে ডাক্তার সংকট অন্যদিকে যারা রয়েছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। য়ার কারণে চিকিৎসেবা ব্যহত হচ্ছে। তিনি বলেন এ ব্যাপারে সিভিল সার্জনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র বন্ধ এবং ডাক্তার নেই এ ব্যাপারে তিনি কোন সদুত্তর দেননি। ইউএনও এসএম গোলাম বিকরিয়া জানান, বহুবার এ বিষয়ে তাগাদা দেয়া হয়েছে কিন্তু কোন প্রতিকার পাওয়া যায়নি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply