২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:২৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ

মৌলভীবাজারে শ্রমিকনেতা আব্দুল আজিজ প্রধান-এর শোকসভা

     

 

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর সহ-সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রেজিঃ নং বাঃজাঃফেঃ-০৫ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির দপ্তর সম্পাদক প্রয়াত শ্রমিকনেতা আব্দুল আজিজ প্রধানের শোকসভা ১১ ফেব্রুয়ারি শহরের কোর্টরোডস্থ বনফুল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রয়াত নেতার জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, প্রয়াত আব্দুল আজিজ প্রধানের মেয়ে সায়মা আক্তার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ বি-২০৩৭ এর যুগ্ম-সম্পাদক ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ১৯৩৩ এর সভাপতি মোঃ ছাদেক মিয়া, হবিগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৮৬৮ এর সভাপতি মোঃ কাওছার খান ও সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সোহেল, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিলু মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৪৫৩ এর সভাপতি সোহেল আহমেদ, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুস ছালাম, শেরপুর আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান প্রমূখ। বক্তারা বলেন আব্দুল আজিজ প্রধানের অকাল মৃত্যু হোটেল শ্রমিকদের চলমান আন্দোলনে অপুরণীয় ক্ষতি করেছে। তারপরও তাঁর মৃত্যু শোকতে শক্তিতে পরিণত করে তাঁর অগণিত সহযোদ্ধার হোটেল শ্রমিক তথা শ্রমিক শ্রেণির মুক্তির সংগ্রামকে অগ্রসর করে চলেছেন। পারিবারিক অভাব-অনটনের কারণে তাকে হোটেল শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করতে হয়। হোটেল শ্রমিকদের সীমাহীন পরিশ্রম, চাকুরির অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, স্বল্প মজুরি এবং শোষণ-নিপীড়ণ, বঞ্চণা থেকে মুক্তির লক্ষ্যে তিনি মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাথে সম্পৃক্ত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত পর পর দুই বার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। মহান মে স্ববেতনে সর্বাত্মক ছুটি কার্যকর, হোটেল সেক্টরে সরকার কর্তৃক নি¤œতম মজুরি ঘোষণা, রমজান মাসে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদ উৎসব বোনাস আদায়, বেআইনী ছাঁটাই বন্ধসহ অসংখ্য আন্দোলন সংগ্রামের পাশাপাশি যে কোন হোটেল শ্রমিকের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলিষ্ট ভূমিকা পালন করেছেন। সহজ-সরল স্বল্পভাষী আব্দুল আজিজ প্রধান সংগঠনের সকল কর্মসূচিতে সামনের কাতারে থেকে নেতৃত্ব প্রদান করেছেন। তিনি শ্রমিক শ্রেণির শোষণ মুক্তির লক্ষ্যে বিপ্লবী ধারা ট্রেড ইউনিয়ন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী সংগঠন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাথে সম্পৃক্ত হয়ে আমৃত্যু সংগঠন-সংগ্রামকে অগ্রসর করে গেছেন। তাঁর অসমাপ্ত সংগ্রাম অগ্রসর করে নেওয়ার দায়িত্ব তাঁর উত্তরসূরীদের।

উল্লেখ্য শ্রমিকনেতা আব্দুল আজিজ প্রধান গত ২৫ জানুয়ারি দিবাগত রাত প্রায় ৩.১৫ টার সময় আকস্মিকভাবে অকালে মৃত্যুবরণ করেন। তিনি মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডস্থ ওয়েস্টার্ণ রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধনকালীন সময় থেকে সুনামের সাথে প্রধান পাচকের দায়িত্ব পালন করছিলেন। প্রয়াত আব্দুল আজিজ প্রধান তিন ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও সংগঠনের নেতাকর্মীদের রেখে যান।

শেয়ার করুনঃ

Leave a Reply