২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩১/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলার এরশাদুল ইসলাম বাঁচতে চায়

     

নুরুল কবির(চট্টগ্রাম) আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় উপজেলার রায়পুর গ্রামের হতদরিদ্র আবদু সামাদের পুত্র এরশাদুল ইসলাম (২৬) কঠিন দূরেোগ্য ক্যান্সারে আক্রান্ত। মাত্র ১০-১২ লাখ টাকা হলেই তাঁকে বাঁচানো যাবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ইতিমধ্যে ভারতের চেন্নাইয়ে ভেলোর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গিয়ে এরশাদের পরিবার অনেকটাই নি:স্ব হয়ে পড়েছে। আর তাই তাঁকে বাঁচাতে আকুতি পরিবার-পরিজনসহ তাঁর বন্ধুমহলের। জানা যায় যুবক এরশাদুল হক উপজেলার কেইপিজেডের একটি জুতা তৈরীর কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল। তারপরও অভাবের সংসারের এরশাদের চেহারায় কখনো অভাবের চাপ ছিলোনা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শরীরের পায়ুপথে দানা বেঁধেছে দুরারোগ্য ক্যান্সার। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বর্তমানে ভারতের ভেলোরে চিকিৎসা নিচ্ছেন এরশাদ। তবে, ইতিমধ্যে তাঁর খরচ মেটাতে গিয়ে পরিবার অনেকটাই পথে নেমেছে। চিকিৎসকেরাও জানিয়েছেন ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করতে পারলে এরশাদ আরোগ্য লাভ করতে পারেন। তবে, এ সাধ্য নেই এরশাদের পরিবারের। এরশাদকে বাঁচাতে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও বিত্তবানরা এগিয়ে এসেছেন। তবে, তাতে পুরো টাকা উঠে আসার সম্ভাবনা কম। তাই সমাজের বিত্ত ও চিত্তবান ব্যক্তিদের কাছে এরশাদ বাঁচার আকুতি জানিয়ে আর্থিক সহায়তা চেয়েছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply