২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১:১৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:১৬ পূর্বাহ্ণ

সিইসি চট্টগ্রামে স্মার্ট কার্ড বিতরণে শুধুমাত্র ক্ষমতাসীন দলকে প্রাধান্য দিয়ে তাঁর নিরপেক্ষতা হারিয়েছে- ডাঃ শাহাদাত হোসেন

     

চট্টগ্রাম মহানগর বি এন পির সভাপতিও কেন্দ্রীয় বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন এক বিবৃতিতে বলেছেন, সিইসি এই প্রথম চট্টগ্রামে এসে স্মার্ট কার্ড বিতরনে শুধুমাত্র ক্ষমতাসীন দলকে প্রাধ্যন্য দিয়ে এবং বৃহত্তর রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপেক্ষা করার মাধ্যমে প্রমাণ করেছেন তিনি একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্থবায়নে লিপ্ত হয়েছে। চট্টগ্রামের মানুষ আশা করছিল সিইসি চট্টগ্রামের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের উপস্থিতিতে স্মার্ট কার্ড বিতরণ করবেন কিন্তু তা না করাতে শুধু চট্টগ্রামবাসী নয় পুরো জাতিকে হতাশায় ডুবিয়েছেন। সিইসি নুরুল হুদার এই ভূমিকার কারণে পুরো জাতি আজ হতবাক। সকল মহল থেকে একটি নিরপেক্ষ অবাধ সুষ্ট যে নির্বাচনের প্রত্যাশা করেছিল তা আজ প্রশ্নবিদ্ধ হয়ে গেল। দেশের একটি সর্বোচ্চ প্রতিষ্ঠানে বসে নিরপেক্ষ থাকার শপথ নিয়ে সিইসি নুরুল হুদা আগামি বহুকাঙ্খিত জাতীয় সংসদ নিবার্চন কিভাবে করবেন সেটি জনগনের কাছে দিন দিন পরিস্কার হচ্ছে। তিনি মুখে যতই নিরপেক্ষতার কথা বলে অন্তরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রেসক্রিপশন বাস্তবায়ন করবেন সেটিই প্রমাণ হচ্ছে। বিবৃতিতে ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ‘সকল দলের অংশগ্রহণের ক্ষেত্র তৈরির চেষ্টা চলছে’ মর্মে যে বক্তব্য সিইসি দিয়েছে যা স্থানীয় পত্রিকার শিরোনামে এসেছে তা সম্পূর্ণ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। কারণ সিইসি নুরুল হুদা জনতার মঞ্চের একজন সক্রিয় সদস্য ছিলেন ফলে ২০০৯ সালে আ্ওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর পুরস্কৃত করে যুগ্ম- সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবার তাকে প্রমোশন দিয়ে সিইসি হিসেবে নিযুক্ত করেছেন।  সিইসি নুরুল হুদা তার বক্তব্যে মাগুরা মার্কা নিবার্চন হবেনা বলে যে ঘোষণা দিয়েছেন তার এই বক্তব্যের মাধ্যমে গত ২০১৪ সালের ৫ ই জানুয়ারির ভোটার বিহীন, একতরফা, ইতিহাসের ভোট চুরির সকল রেকর্ড বঙ্গকারী রকিব উদ্দিন মার্কা নির্বাচনের অপকর্ম আড়াল করার চেষ্টা করেছেন। তিনি মাগুরার একটি আসনের নির্বাচনের কথা বলে ১৫৩ জন বিনা ভোটে নির্বাচিত বিকাশ সংসদের কথা না বলে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সাবেক সিইসি রকিব উদ্দিন মেরুদন্ডহীন যে ছিলেন সে ইতিহাসকে তিনি জাতির হৃদয় থেকে মুছে ফেলার অপচেষ্টা করছেন। ডা. শাহাদাত বিবৃতিতে আরও বলেন, বি.এন.পি সিইসি নিয়োগের পূর্ব থেকেই নিবার্চন কমিশনকে শক্তিশালী করে যে “লেভেল প্লেয়িং ফিল্ড” এর কথা বলা হয়েছিল সরকার সেটিকে পাশকাটিয়ে তাদের নীলনকশা বাস্তবায়নের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যা চট্টগ্রামে সিইসি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত হয়েছে। চট্টগ্রাম মহানগর আ্ওয়ামীলিগের সভাপতি প্রবীণ রাজনিতিবিদ এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মার্ট কার্ডে নিজের ছবি দেখে যে ক্ষোভ প্রকাশ করেছেন তার মাধ্যমে প্রমাণ হয় সিইসি নুরুল হুদার কমিশনের মাধ্যমে আগামী সংসদ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র রয়েছে। সুতারাং এই সিইসির মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা অবান্তর । অনতিবিলম্বে সকল দলের সাথে আলাপ আলোচনা করে সহায়ক সরকার গঠন করে বহু কাঙ্খিত আগামি জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ‘‘আমার ভোট আমি দেব, যাকে খুশী তাকে দেব’’ এই শ্লোগান বাস্তবায়ন করার তিনি আহব্বান জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply