১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৪৮/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ

জাতিসংঘের ৬১তম সেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এমপি লতিফ ’র দেশ ত্যাগ

     

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. আবদুল লতিফ ১৪ মার্চ সন্ধ্যায় জাতিসংঘ ও ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন’র যৌথ উদ্যোগে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইম্যান এর ৬১তম সেশনে অংশ গ্রহণের জন্যে জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে এদেশের অবস্থান ঈর্ষনীয় উচ্চতায় প্রতিষ্ঠা লাভ করেছে। নারীর সার্বিক উন্নয়নে বিশ্ব নেতৃবৃন্দ আজ বাংলাদেশের এই অগ্রগতিকে উন্নয়নকামী প্রতিটি দেশকে অণুকরণে পরামর্শ দিচ্ছে। এই কৃতিত্বের কান্ডারী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাফল্য শুধুমাত্র নারীর ক্ষমতায়নে সীমাবদ্ধ নয়, প্রতিটি সুচকে দেশের সাফল্য অভাবনীয় । আগামী প্রজন্মের জন্য ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি সুখী, সমৃদ্ধশালী দেশ গঠনে আমরা সক্ষম হবো।

সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি এমপি’র নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা হলেন-এম. আবদুল লতিফ এমপি ও সাইয়েদা সায়রা মহসিন এমপি। প্রতিনিধিদল সম্মেলনে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিদ্যমান বাঁধা অপসারণ, কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এবং অর্থায়নে নারীর সংশ্লিষ্টতা বৃদ্ধিতে বাংলাদেশের সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরবেন যা অংশগ্রহণকারী দেশসমূহের জন্য পথ নির্দেশিকা হিসেবে বিবেচিত হবে। সম্মেলনে যোগদান শেষে প্রতিনিধিদল আগামী ২৩ মার্চ দেশে ফিরবেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply