২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৭:০৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:০৩ পূর্বাহ্ণ

জিনিয়াস মেধাবৃত্তি’র ফল ১০ ফেব্রুয়ারি

     

 

জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ১০ ফেব্রুয়ারি (শনিবার) প্রকাশিত হবে। এ উপলক্ষে গত রোববার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নগরীর মোমিন রোডস্থ বলাকা প্রকাশন কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কে জি শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল অনুমোদন দেয়া হয়।
জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সন্তোষ কুমার দে’র সভাপতিত্বে পরিচালক সরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য জামাল উদ্দিন, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, সুুজিত কুমার দাশ, আবদুল মান্নান, বিশ্বজিৎ ধর, প্রাথমিক শিক্ষক সমিতি, আনোয়ারা শাখার সভাপতি কেএম এরশাদ হোসাইন, সহ-সভাপতি রুপন কান্তি শীল, জিনিয়াস সদস্য সচিব মিয়া এমএ করিম, যুগ্ম সচিব রিদওয়ানুল হক, সাংগঠনিক সম্পাদক ফোরকান সিকদার, মাস্টার অন্তিম পাল, সাইমুুর রশীদ প্রমূখ।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ ও ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষায় কে জি – অষ্টম শ্রেণির প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশ নেন।

শেয়ার করুনঃ

Leave a Reply