২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:২৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:২৮ অপরাহ্ণ

গুণীজনের সমাদরের মাধ্যমে আগামীর শিক্ষিত জাতি তৈরী করতে হবে- ড. শেখ জামাল

     

১২ মার্চ রবিবার ফটিকছড়ি উপজেলার নানুপুরে প্রতিষ্ঠিত দ্বিনী শিক্ষার প্রাণকেন্দ্র মারকাজ তাহফিজুল কোরআন ওয়া দারুল আইতাম এফ.এ ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে সাইয়্যিদিনা হযরত আবু বক্কর সিদ্দিক (রা.)’র ওফাত বার্ষিকী ফাতেহায়ে এয়াজ দাহুম উদ্যাপন, গুণীজন সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা মুহাম্মদ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লেবানন বৈরুত গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের লেকচারার আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়্যদ ড. শেখ জামাল মুহাম্মদ সাক্কার আল হোসাইনী আল হাশেমী (ম.জি.আ.)। সংবর্ধেয় অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান ও আনজুমান রিচার্স সেন্টারের মহা পরিচালক গবেষক আল্লামা এম.এ. মান্নান। বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাসিক তরজুমানের সিনিয়র কর্মকর্তা আ.ন.ম তৈয়্যব আলী, দিনাজপুর মিনহাজুত দাওয়া আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, ইসলামী চিন্তাবিদ মাওলানা নঈনুল হক নঈমী, এফ.এ. ইসলামিক মিশন কমপ্লেক্স ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, পরিচালক আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার উদ্দিন। মাওলানা ফজলুল বারীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন অভিভাবক মুহাম্মদ মামুনুর রশিদ, হাফেজ মুহাম্মদ দিদারুল আলম, সৈয়্যদ মুহাম্মদ মিজানুর রহমান, মাওলানা মুহাম্মদ নুরুন্নবী রায়হান, মুহাম্মদ আলমগীর, মাষ্টার মুহাম্মদ মাসুদ, মাওলানা ইসমাইল উদ্দিন, মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান, শিক্ষিকা মুছাম্মৎ সুরাইয়া খানম, মুছাম্মৎ রোকসানা আক্তার প্রমুখ। ড. সৈয়দ শেখ জামাল মুহাম্মদ বলেন- গুণীজনের সমাদরের মাধ্যমে আগামীর শিক্ষিত জাতি তৈরী করতে হবে। গুণীব্যক্তি তৈরীর মাধ্যম হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠান। সমাজের প্রত্যন্ত অঞ্চলে দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে মেধাবী ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা জোগাতে পারলে সমাজ জীবন আলোকিত হবে। দেশ-জাতির কল্যাণে মেধাবী এবং যোগ্য ব্যক্তিদের সম্মানের আসণে বসাতে পারলে জাতি নতুন রূপে সজ্জিত হবে। শিক্ষা প্রতিষ্ঠাণে সাধারণ শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নৈতিকতার শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। গবেষক আল্লামা এম.এ. মান্নান বলেন, গবেষনা লব্ধ জ্ঞান মানব সমাজে প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে পাড়া, মহল্লায় ও শিক্ষা প্রতিষ্ঠাণে পাঠাগার স্থাপন করে সমাজের শিক্ষিতজনকে বই মনস্ক করে তুলতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply