২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৪২/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:৪২ পূর্বাহ্ণ

আহমদ ছফা স্মারক বক্তৃতায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক প্রথাবিরোধী নির্মোহ আচরণ ও অকপট দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন আহমদ ছফা

     

 

চট্টগ্রামে ঐতিহাসিক মুসলিম ইন্সটিটিউটের থিয়েটার হলে চট্টগ্রামের কৃতী সন্তান দেশবরেণ্য কবি ও সাহিত্যিক আহমদ ছফা স্মারক বক্তৃতা, আহমদ ছফা সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান ও বইমেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আহমদ ছফা স্মারক বক্তৃতা প্রদান কালে বলেছেন, প্রথাবিরোধী নির্মোহ আচরণ ও অকপট দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন আহমদ ছফা। আহমদ ছফা আজীবন নিজের বিবেকের কাছে পরিষ্কার থেকে দেশবাসীর কল্যাণে মত প্রকাশ করেছেন। তিনি বুদ্ধিজীবীদের আত্ম বিক্রয়ের কঠোর সমালোচনা করেছেন। তাঁর উপন্যাস, ছোট গল্প ও কবিতার মধ্যেও রয়েছে সমাজ সচেতন, জাতীয় পরিচয়। তাঁর লেখার মধ্যে ছিল এক সমৃদ্ধ, সুন্দর নতুন বাংলাদেশের স্বপ্ন। জীবদ্দশায় আহমদ ছফা তাঁর প্রথাবিরোধী নির্মোহ আচরণ ও অকপট দৃষ্টিভঙ্গির জন্য বিশেষ মহলে আলোচিত ছিলেন। সাহিত্যিক আহমদ ছফা তাঁর লেখনীতে জীবনবোধের নানা বিষয়ে নিজের অভিজ্ঞতার আলোকে জীবনের কাহিনী তুলে ধরেছেন। দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর সাহিত্য কর্ম সমাদৃত। আহমদ ছফার সাহিত্য কর্মগুলো জার্মান ভাষায় অনুবাদের মাধ্যমে জার্মানে বাঙালি এই কবির মর্যাদা ও সম্মান রয়েছে। বর্তমান সমাজে আহমদ ছফার মতো নির্লোভ, নিরহংকারী কবি ও সাহিত্যিক বিরল। আমাদের বর্তমান প্রজন্মের কাছে কবি আহমদ ছফা জীবনকর্ম তুলে ধরতে পারলে সমাজ ও দেশে আদর্শবান নাগরিক তৈরি হবে। তিনি চট্টগ্রামের আহমদ ছফা স্মারক বক্তৃতা ও আহমদ ছফা সাহিত্য পুরস্কার প্রদানের প্রশংসা করেন। শুদ্ধ বানান চর্চা (শুবাচ) এবং চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরবি)’র উদ্যোগে ১০ মার্চ সারাদিনব্যাপী চট্টগ্রামে বইমেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বইমেলার উদ্বোধন করেন কবি আহমদ ছফার ভ্রাতুষ্পুত্র সিরাজুল আনোয়ার। শুবাচ’র কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট ভাষাবিজ্ঞানী প্রফেসর ড. মো. আমিনের সভাপতিত্বে বিকেল ৫ টায় আলোচনা সভা ও স্মারক বক্তৃতায় স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আয়োজক কমিটির সদস্য সচিব, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউএস আর্মি জেনারেল (অব.) প্রফেসর ড. ইলিয়স দ্যামি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সেকান্দর হায়াত খান, জাপানের অনারারি কনসুলাল নুরুল ইসলাম, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান। সংবর্ধিত অতিথি হিসেবে আহমদ ছফা সাহিত্য পুরস্কার ২০১৬ গ্রহণ করেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. হায়াৎ মামুদ, প্রাবন্ধিক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, কথাসাহিত্যিক জাকির তালুকদার, গবেষক সুদীপ্ত হান্নান। এছাড়া সাহিত্যিক আহমদ ছফা শিশু-কিশোর উদ্দীপনা পুরস্কার লাভ করেন মিনহা সিদ্দিকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সার্ক কালচারাল ফোরাম বাংলাদেশের সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, সাংবাদিক বালাগাত উল্লাহ, রাজনীতিবিদ স.ম. আবদুস সামাদ, অধ্যাপক শিব প্রসাদ, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক এ.কে.এম. আবু ইউসুফ, মোস্তাক আহমদ ভাসানী, পশ্চিমবঙ্গ ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী রুনা সিনহা রায় ও নৃত্যশিল্পী ও আবৃত্তিকারী প্রিয়াংকা রায় চৌধুরী, অধ্যক্ষ ইউনুছ কুতুবী, কবিয়াল নুরুল হুদা, শাহনেওয়াজ আলী মির্জা, অমর কান্তি দত্ত, কবি আসিফ ইকবাল, সোহেল তাজ, মো. নুরুল আলম, কবি আমানউল্লাহ সৈয়দ প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে আহমদ ছফা সাহিত্য পুরস্কার ২০১৬ প্রাপ্তদের প্রত্যেককে সম্মাননা সনদ, ক্রেস্ট, উত্তরীয় এবং নগদ ১০ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়। দিনব্যাপী শুবাচ-পুথিনিলয় বইমেলায় মধ্যযুগের কবি আবদুল হাকিম, মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ, মহাকবি আলাওল, মাস্টারদা সূর্য সেন, মরমী কবি আস্কর আলী পণ্ডিত স্মরণে বিশেষ বইয়ের কর্নার স্থাপন হয়। পুরো দিনের বইমেলায় শত শত বইপ্রেমী মেলায় অংশগ্রহণ করে। মেলায় অংশ নেওয়া শ্রেষ্ঠ বুক কর্নারকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply