২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:২৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৩:২৮ পূর্বাহ্ণ

আশা বয়ে বেড়ায় বুকে

     

মো. আলী আশরাফ খান
(ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর সম্মানার্থে লেখা)

বায়ান্নের স্মৃতি বুকে লয়ে চলে নারী
শোকে শোকে কষ্ট-যন্ত্রণায় কাঁদে নারী,
তবুও আশা বয়ে বেড়ায় বুকে, মায়ের ভাষা-
জাতির ভাষা-বাংলা সৈনিকের একদিন হবে মূল্যায়ণ।

অশ্রুসিক্ত নারী শুদ্ধতার প্রকাশে হতভম্ব
বাকশক্তি যেনো থেমে আসে তবুও বর্জকন্ঠে
বেজে ওঠে মায়ের ভাষার অমোঘ উচ্চারণ।

যে নারী বায়ান্ন’য় টগবগে রক্তপূর্ণ যুবতী
মিছিলের অগ্রনায়িকা, মুষ্ঠিবদ্ধ হাত
বাধভাঙ্গা জোয়ারের উচ্ছ্বাসে বিজয়ী নারী,
সাথীহারা নারীর জয়-মায়ের ভাষার হয় জয়।

সে নারী শত লাঞ্ছনা-বঞ্চনার পরেও
মাকে ভালোবেসে অর্ধ্ব শতাব্দীর বেশি করে পার-
বায়ান্ন’র বাংলা ভাষা ঠাঁই দিতে হৃদয়ে সবার।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply