২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:১৭/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৫:১৭ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জে উপনির্বাচনে জাপার শামীম আওয়ামী লীগের কে?

     

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ ফেব্রয়ারী গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ উপনির্বাচনের তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সে মোতাবেক ১৩ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উপ নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি তা এখনও চুড়ান্ত হয়নি। নেতাকর্মীদের মাঝে এনিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তাছাড়া গত ১৫ জানুয়ারীর মধ্যে উপজেলা আ’লীগ এডহক কমিটি ঘোষণা করার কথা থাকলেও এখন পযন্ত কমিটি ঘোষণা করা হয়নি। নির্বাচনের আগে কমিটি ঘোষনা করা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন আ’লীগের একাধিক নেতাকর্মী।
গত ৮ ও ২৪ জানুয়ারী জাতীয় পাটির চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ এরশাদ উপজেলার বিভিন্ন এলাকায় আসন্ন সংসদ উপ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় জাপার প্রার্থী হিসেবে উপজেলা জাপার সভাপতি এবং এরশাদের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীকে প্রার্থী ঘোষণা দেন।
উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নের আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রমানিক, সিনিয়ার সহসভাপতি জাহাঙ্গীর আলম মঞ্জু ,প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী খুরশিদ জাহান হক স্মৃতি,বড় বোন আফরোজা বারী,পৌর মেয়র ্আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহসভাপতি আব্দূল হান্নান, জেলা আওয়ামীলীগ সহসভাপতি সৈয়দা মাসুদা খাজা,আ’লীগ নেতা ও দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও ভালবাসি সুন্দরগঞ্জের সভাপতি রেজাউল আলম রেজা,জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ কর্মী এমদাদুল হক নাদিম ,সড়ক দুর্ঘটনায় নিহত সাংসদ গোলাম মোস্তাফার ছেলে মেহেদি মোস্তফা মাসুম,আওয়ামীলীগ নেতা ও সাবেক নারী ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী। বিএনপি,জামায়াত,জাসদসহ অন্যান্য দল উপনির্বাচনে অংশ গ্রহন করবে কি না তা জানা যায়নি।
২০১৬ সালের ৩১ডিসেম্বর দশম জাতীয় সংসদ নিবাচনে নিবাচিত সরকার দলীয় সাংসদ এবং উপজেলা আওয়ামীলী সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হন। আবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২০১৭ সালের ১৯ডিসেম্বর উপনিবাচনে নিবাচিত ক্ষমতাসীন আওয়ামীলীগের সাংসদ ও উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ গোলাম মোস্তফা আহমেদ মৃত্যুবরন করলে আসনটি শুন্য হয়। উপজেলা আ’লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন এবং সাধারন সম্পাদক গোলাম মোস্তফা আহমেদের মৃত্যু জনিত কারনে উপজেলা আ’লীগের পদ দুইটি শুন্য হয়। গত বছরের ৩১ডিসেম্বর প্রয়াত সাংসদ লিটনের মৃত্যু বাষির্কীর আলোচনা সভায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি ১৫ জানুয়ারীর মধ্যে এডহক কমিটি ঘোষনা করার প্রতিশ্রুতি দেন। কিন্তু আজ পযন্ত কমিটি ঘোষণা করা হয়নি।
গাইবান্ধা-১ আসনে স্বাধীনের পর ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসন থেকে আওয়ামীলীগ প্রার্থী এ্যাড. শামছুল হক নির্বাচিত হন। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে আইডিএল থেকে নির্বাচিত হন অধ্যাপক খন্দকার রেজাউল করিম। ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৮ সালে ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন,১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নেতা হাফিজুর রহমান প্রামাণিক তৃতীয় বারের মত নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়নি আসনটিতে। একই সালের ১২ জুন অনুষ্ঠিয় নিবাচনে জাতীয় পার্টির নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান সরকার বাদশা নিবাচিত হন।২০০১ সালে ১ অক্টোবর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোটের শরীক দলের জামায়াত নেতা আবু সালেহ আব্দুল আজিজ মিয়া,২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের জাপা (এরশাদ) নেতা কর্ণেল (অব.) ডাঃ আব্দুল কাদের খান , ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন নিবাচিত হন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক এমপি আব্দুল কাদের খান জেল হাজতে আছেন। ২০১৭ সালের ২২ মার্চ জাতীয় সংসদ উপ-নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ নিবাচিত হন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply