২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৪২/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ

গ্রাহকদের মধ্যে আতংক ফুলবাড়ি সোনালী ব্যাংক হতে জালিয়াতির মাধ্যমে ৩ লক্ষ টাকা উত্তোলন

     

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম 

ফুলবাড়ি সোনালী ব্যাংক থেকে স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের ঘটনায় তোলপার শুরু হয়েছে। সচেতন মহলের প্রশ্ন উঠছে প্রকৃত পক্ষে এই জালিয়াতির সঙ্গে কারা জড়িত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কেন নির্বিকার। জানা যায় কুড়িগ্রাম ফুলবাড়ি সোনালী ব্যাংকে উপজেলার অনন্তপুর বালা বাড়ি প্রাথমিক সরকারী শিক্ষীকা জোসনা রানী কনজুমার্স ঋণের ১ লাখ ৬০ হাজার টাকা ও নুরজাহান বেগমের জমানো ২ লাখ ৫০ হাজার টাকা ও মধ্যে অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সালমা খাতুনের কনজুমার্স ঋণের ১ লাখ ৮০ হাজার টাকা স্ব- স্ব সঞ্চয়ী হিসাব নম্বর থেকে ওই টাকা উধাও হয় কিন্তুু টাকার মালিকরা প্রয়োজনের টাকা উত্তোলন করতে গিয়ে চেক প্রদান করলে ডেবিট কর্মকর্তা জানান আপনাদের একাউন্টে টাকা নেই পরে ওই শিক্ষকরা চেকের স্বাক্ষর প্রমাণ চাইলে চেক জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে যায় সূত্রে মতে জানা যায় কম্পিউটার পরিচালক কর্মকর্তা গোলাপ উদ্দিন রিজুলেশন স্বাক্ষর প্রমাণ না করে চেক ইস্যু রহস্যজনক ভাবে করায় এই জালিয়াতি ঘটছে। এখন প্রশ্ন উঠেছে অভিযুক্ত গোলাপ উদ্দিনের কর্মকর্তারা সঙ্গে কাদের গোপন আতাত ফুলবাড়ি উপজেলার ব্যবস্থাপক মজিবর রহমান ভূইয়া জানান তিন সদস্য তদন্ত কমিটি করা হয়েছে এবং ব্যাকের কর্মকর্তা গোলাপ উদ্দিনকে সোকজ করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply