১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৪:০৭ পূর্বাহ্ণ

এসএসসি-দাখিল পরীক্ষা চন্দনাইশে ৩ বোর্ডের ৬ কেন্দ্র

     

 

সৈয়দ শিবলী ছাদেক কফিল
দেশের অন্যান্য স্থানের মত চন্দনাইশেও আজ ১ ফেব্রুয়ারি বিষুদবার ২০১৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড- চট্টগ্রাম’র অধীনে ৪টি এসএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড-ঢাকা’র অধীনে ১টি (চন্দনাইশ সদরস্থ জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসা) কেন্দ্রে ১৭ টি মাদরাসার ছাত্র-ছাত্রী দাখিল পরীক্ষা দিবে। দোহাজারি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজ’র শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-ঢাকা’র অধীনে একমাত্র কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিবে।
চট্টগ্রাম বোর্ডের অধীনে কেন্দ্র চন্দনাইশ -১ /গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয় (গাছবাড়িয়া মমতাজ অলি বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ): মোট পরীক্ষার্থী – ১২৭৯, চন্দনাইশ- ২/ সদরস্থ ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় (কাশেম-মাহবুব উচ্চ বিদ্যালয়সহ): মোট পরীক্ষার্থী ১১৩১, চন্দনাইশ- ৩/ দোহাজারি এ আর উচ্চ বিদ্যালয়: মোট পরীক্ষার্থী ৮৪০ ও চন্দনাইশ-৪/ সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়: মোট পরীক্ষার্থী- ৪৬০ জন।
কারিগরি বোর্ড/ দোহাজারি : মোট পরীক্ষার্থী ৫০৮।
মাদরাসা বোর্ড/ সদর-জোয়ারা: মোট পরীক্ষার্থী ৮৯৯ জন।
প্রশাসন সূত্র জানান, পরীক্ষার প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply