১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৫৫/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ

হলি ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের মাল্টিমিডিয়া কার্যক্রম উদ্বোধন

     

 

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও হলি ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য ও দূর্নীত দিন দিন বেড়েই চলছে। এই দূর্নীতি ও সন্ত্রাস মোকাবেলা করা সরকারের একটি বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে। কারণ মন্ত্রী, এম.পিদের আশ্রয় প্রশ্রয়ে থাকা লোকজনই এই সমস্ত অকর্মের সাথে জড়িত। শিক্ষামন্ত্রীর কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সকলেই দূর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর কর্মচারীদের কর্মস্থল থেকে বহিস্কার করা হয়েছে। তাতে বোঝা যায় দেশে কি পরিমাণে শিক্ষাখাতে দূর্নীতি হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে। পিএসসি থেকে শুরু করে বিসিএস এর প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাস, নৈরাজ্য ও দূর্নীতি বন্ধ করতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ রক্ষা হবে। তিনি অদ্য ৩০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় চন্দনপুরাস্থ হলি ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের মাল্টিমিডিয়া শ্রেণি কার্যাক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডা. শাহাদাত আরও বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে পারলেই শিক্ষার মান বাড়বে। এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লগ্ন থেকে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতা আজ মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে আরও একধাপ এগিয়ে গেল। আগামীতে এই প্রতিষ্ঠান থেকে সুশিক্ষা লাভ করে এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ রাষ্ট্রের উচ্চ পর্যায়ে নেতৃত্ব দেবেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- শিক্ষা জাতির মেরুদন্ড তোমাদেরকে সুশিক্ষাই শিক্ষিত হয়ে আগামী দিনে সমাজ ও দেশের নেতৃত্ব দিতে হবে। মা’দের উদ্দেশ্যে বলেন- সন্তানদের লালন পালনের ক্ষেত্রে আমাদের মা’দের ভূমিকাই বেশি। শিশুর সঠিক যতœ নিতে পারলে মেধার বিকাশ ঘটবে এবং সেই শিশুই মেধাবী হবে।

অধ্যক্ষ নূরুল আবছরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা শিমলা চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল সম্মানিত শিক্ষা উপদেষ্টা জনাব মোবারক হোসেন, বিশিষ্ট সমাজসেবক দস্তগীর চৌধুরী নশু, পরিচালনা পরিষদের সদস্য ও ছাত্রনেতা জাহাঙ্গীর সেলিম, সমাজসেবক মছরুর জুনায়েদ, হাজী এমরান উদ্দীন, স্কুল শিক্ষিকা নাঈমা নাছরিন, কামরুন্নাহার প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply