২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:০৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:০৯ পূর্বাহ্ণ

সেন্টার অব সোস্যাল এন্ড এনভাইরনমেন্টাল রিসার্চ ফাউন্ডেশনের গুরুজনের আসর সম্পন্ন

     

সেন্টার অব সোস্যাল এন্ড এনভাইরনমেন্টাল রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রতি চট্টগ্রামের লোক প্রশাসন কেন্দ্রের মিলনায়তনে গুরুজনের আসর সংগঠনের নির্বাহী পরিচালক সাবিনা সিদ্দিকীর সভাপতিত্বে ও শব্দনোঙর আবৃত্তি সংগঠনের সাধারন সম্পাদক দিলরুবা খানমের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আমির হোসেন, মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিন বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ, সরকারি কমার্স কলেজের অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন। সি এস ই আর এসের বিভাগীয় কো-অর্ডিনেটর মোহাম্মদ ইমরান হোসাইনের তত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আর কে রিটন, ইমরান সোহেল, মুন্না, সায়েম, হানিফ, ইমন, শিমুল প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন- বৃদ্ধাশ্রমে যে সকল গুরুজন রয়েছে তাদের প্রতি সন্তান ও স্বজনরা অবিচার করছে। যে মা-বাবা দশমাস দশদিন গর্ভধারন করে সন্তানকে পৃথিবীতে জন্ম সে সন্তানগন তাদেরকে কোন বিবেকের তাড়নায় বৃদ্ধাশ্রমে পাঠায়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply