২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৩৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৩৬ পূর্বাহ্ণ

র‌্যাগিং বন্ধ ঘোষণা করলো রাবি প্রশাসন

     

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেকোন ধরনের র‌্যাগিং বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের কোথাও র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রক্টর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। র‌্যাগিংয়ের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। এর শিকার শিক্ষার্থীরা মানসিক সমস্যার সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের কোথাও কোন প্রকার র‌্যাগিং করা যাবে না। কেউ র‌্যাগিং করলে বা করতে উদ্বুদ্ধ করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদে নবীন শিক্ষার্থীদের উপর র‌্যাগিং নামের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে ক্যাম্পাসে র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply