২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:০৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ

রংপুর সীমান্তে ডাকাত দলের হামলায় মাছ ব্যবসায়ী আহত

     

সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের রংপুর সীমান্তে ডাকাত দলের হামলায় এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। চিহ্নিত ডাকাতদল ব্যবসায়ীকে বেদম মারপিঠক্রমে গুরুতর আহত করার একপর্যায়ে তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে। স্থানীয় ইউপি সদস্য হোসেন মিয়া ও এলাকার লোকজন ডাকাত দলকে সনাক্ত করতে সক্ষম হলেও আটক করতে পারেননি। উত্তেজিত জনতার তাড়া খেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে ডাকাত সদস্যরা। এলাকাবাসী জানান,৮ মার্চ বুধবার রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে মাছ বিক্রয় শেষে উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সিংপুরহাটি গ্রামের বাড়ীর উদ্দেশ্যে পায়ে হেটে রওয়ানা দেন ব্যবসায়ী সামসুদ্দিন (৪০)। পথিমধ্যে রংপুর নতুন বাজার সংলগ্ন চিনাউড়া ব্রীজের সামনে আসামাত্র পার্শ্ববর্তী ঝোপজাড়ে ওৎপেতে থাকা ডাকাতদল তার উপর হামলা করে। ডাকাত সর্দার আব্দুল আলী আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ সাড়ে ৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়। এসময় ব্যবসায়ী সামসুদ্দিনের আর্ত চিৎকারে পার্শ্ববর্তী কদমতলী গ্রামের লোকজন ছুটে এসে ডাকাত সর্দার আব্দুল আলী ও আব্দুল মতিনকে পালিয়ে যেতে দেখেছেন। জনতার সনাক্তকৃত ডাকাত সর্দার আব্দুল আলী স্থানীয় কান্দি ছমেদনগর গ্রামের আব্দুল ছোবহানের পুত্র। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৮টায় স্থানীয় নৈগাং নতুন বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করেছেন এলাকাবাসী। সিংপুরহাটি গ্রাম নিবাসী রঙ্গারচর ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আসাদ মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেন,কান্দি ছমেদনগর গ্রামের প্রভাবশালী ভুমিদস্যু আব্দুল করিমের ছত্রছায়ায় তার ভাতিজারা ডাকাতি সন্ত্রাসের মাধ্যমে এলাকার জনজীবনকে বিষিয়ে তুলেছে। অবিলম্বে ডাকাত আব্দুল আলী ও আব্দুল মতিনসহ জড়িত সকল ডাকাত সদস্যদেরকে আটক করার জন্য তারা পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply