২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:১৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ

আইনজীবী কামাল আহমদের স্ত্রীকে গাড়ী চাপা দিয়ে হত্যা করায় আদালতে মামলা

     

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী এড. কামাল আহমদের স্ত্রী তানজিনা কামালকে গত ১০ নভেম্বর’১৬ দুপুর আড়াইটার দিকে শাহ আমানত সেতু এলাকায় প্রিয়া এন্টারপ্রাইজ নামীয় গাড়ী মাহেন্দ্রাকে ধাক্কা দিলে তানজিনাসহ ২ জন ঘটনাস্থলে মারা যায়। সে ঘটনায় এড. কামাল আহমেদ বাদী হয়ে গতকাল ৯ মার্চ সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর ৫ম আদালতের বিচারক মো. ইমরান খান বাকলিয়া থানার ওসিকে মামলাটি এফ.আই আর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর’১৬ এড. কামাল আহমদের স্ত্রী চরলক্ষ্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তানজিনা কামাল বিদ্যালয় ছুটি শেষে দুপুরে মাহেন্দ্র গাড়ীতে করে চট্টগ্রামের বাসায় আসার পথে শাহ আমানত সেতুর উত্তর পার্শ্বে দুর্ঘটনার শিকার হয়। এ সময় প্রিয়া এন্টারপ্রাইজ নামীয় গাড়ীর চালক বেপরোয়াভাবে গাড়ী চালিয়ে তাদের মাহেন্দ্রাকে ধাক্কা দিলে মাহেন্দ্রার আরোহী তানজিনা কামাল, আবদুর রহিম, মো. জসিম, মো. তৌফিক, মো. সেলিম, লিটন, মোশারফ, মো. সাইফুল, জহিরুল ইসলাম চিটকে পড়ে আহত হয়। তানজিনা কামালসহ ২ জন ঘটনাস্থলে মারা যায়। তিনি আরও বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ীটির কোন কাগজপত্র সঠিক না থাকায় অদ্যাবধি গাড়ীর মালিক গাড়ীটি জিম্মায় নিতেও আসেন নি। বর্তমানে প্রিয়া এন্টারপ্রাইজ (চট্ট-মেট্রো-চ-০৭০২) গাড়ীটি বাকলিয়া থানায় জব্দ রয়েছে। থানা কর্তৃপক্ষ গাড়ীর চালক ও মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় অবশেষে তিনি গাড়ীর চালক ও মালিককে আসামী করে দন্ডবিধির ৩০৪ (খ)/৩৩৮(ক)/১০৯ ধারায় মামলা দায়ের করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply