১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৫৬/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

 গাজীপুরে বিনামূল্যের বইয়ে দূর্নীতি কর্মকর্তাকে বদলি

     

গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার ঘটনায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিককে কক্সবাজারের টেকনাফে বদলি করা হয়েছে।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা এ কথা জানান।

আনন্দময় মুন্সিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ২০১৭ সালের ২৫ মে গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন ।

সরকারের বিনামূল্যের বই বিতরণে গাজীপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠে।

এ নিয়ে ২৯ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ঘটনার পর কয়েকটি কিন্ডারগার্টেনের শিক্ষকরা বিক্ষোভ করলে বিষয়টি তদন্তে কমিটি গঠন করে জেলা প্রশাসন। গত ১ জানুয়ারি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিককে বদলি সুপরিশ করেছিল তদন্ত কমিটি।

শিক্ষা কর্মকর্তা সুলতানা বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিককে কক্সবাজারের টেকনাফ বদলি করা হয়েছে।

এ চিঠিতে তাকে গাজীপুর থেকে ২৫ জানুয়ারির মধ্যে টেকনাফে কাজে যোগ দিতে বলা হয়েছে জানান তিনি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply