২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:২৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:২৩ পূর্বাহ্ণ

আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের কাজ পরিদর্শনকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম আরো এক সোপান উত্তরণের দ্বার প্রান্তে চট্টগ্রাম

     

নির্মানাধীন মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত বিস্তৃত আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের মুরাদপুর প্রান্ত সীমার কাজ পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, চট্টগ্রামবাসী উন্নয়নের আরো একটি সোপান উত্তরণের অতি কাছাকাছি অবস্থান করছে। অচিরেই সুসম্পন্ন হতে চলেছে ৬৯৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যায়ে এ ফ্লাইওভার প্রকল্পটি। আর মাস দেড়েকের মধ্যে কাজটি সম্পন্ন হলে এটি হবে চট্টগ্রামের জন্য এ বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে বৃহত্তম প্রকল্প। এর পর এটিকে সম্প্রসারিত করা হবে বিমান বন্দর পর্যন্ত। ফলে চট্টগ্রামের লাইফ লাইন খ্যাত এ সড়কটিতে নতুন প্রানের সঞ্চার হবে।
গতকাল সকালে ফ্লাইওভার নির্মান কাজ পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান মতিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাকারী শাহিনুল ইসলাম খান, প্রকল্প পরিচালক মাহফুজ রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান বিন শামস, প্রকৌশলী রাজিব দাশ প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply