২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:০০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

কর্মক্ষেত্রে নারীর উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করুন -হাসিনা মহিউদ্দিন

     

 

আজ ৮ মার্চ সকাল ১০ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের সভাপতিত্বে চট্টগ্রাম মুসলিম হল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী বাসন্তী প্রভা পালিত, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস.এম.নাজের হোসাইন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নিরুপম দাশ গুপ্ত, সীতাকুন্ড উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সুরাইয়া বাকের, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, প্রশিকার পরিচালক কামরুল হাসান কামাল, আব্দুল হাকিম, শেখ শাহিদ হোসেন।
শিল্পী রানী দাশ ও রিতা মন্ডলের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন খন্দকার কামরুল হাসান বাবুল, শফিক আহমেদ, ফারুকুল ইসলাম, আনোয়ার ফারুক, নুরুল রেনু, মামুনুর রশিদ, বিভাগীয় ব্যবস্থাপক শাহদাত হোসেন, অজয় মিত্র শংকু, ফরিদ আহমেদ, এলাকা ব্যবস্থাপক মাহবুবুর রহমান চৌধুরী তানভীর, ঝুনু রানি পাল, মোছলেম উদ্দিন, সুজিত কুন্ড, নৃপতি রঞ্জন দে, আনোয়ারুজ্জামান, মাহবুবুর রহমান, সাব্বির আহমেদ, সামশুদ্দীন খান, মিজানুর রহমান ও আব্দুচ সাত্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাসিন মহিউদ্দিন বলেন, কর্মক্ষেত্রে নারীর উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে। কর্মজীবী নারীদের নিজেদের উপর আস্থা বাড়াতে হবে। তিনি সমাজ, পরিবার তথা সর্বক্ষেত্রে নারীর মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলের প্রতি উদাত্ব্ আহ্বান জানান।
সভায় বক্তারা আরও বলেন, চাকুরীর ক্ষেত্রে সমান সুযোগ এবং শ্রমজীবী নারীরা পুরুষের সমান মর্যাদা পায় না। সকল ক্ষেত্রে নারীদের প্রতি পুরুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা প্রয়োজন। বর্তমান সরকার নারী বান্ধব সরকার। সরকারের বিভিন্ন কর্মসূচির কারণে নারীরা উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। সভায় বক্তারা স্থানীয় সরকার পর্যায়ে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধির অপরিহার্যতার কথা উল্লেখ করেন এবং এক্ষেত্রে প্রশিকার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply