১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:২৬/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহিলা আওয়ামীলীগের আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালী জাতির মুক্তির দিশারী

     

 

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি নমিতা আইচ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা রেখা আলম চৌধুরীর পরিচালনায় গত ৭ই মার্চ বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী সফ্টওয়ার ইঞ্জিনিয়ার দেবজানী দে। আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপতি সেন গুপ্তা, সহ-সভাপতি হাসিনা জাফর, যুগ্ম সম্পাদক আঞ্জুমান আরা বেগম, সাংগঠনিক সম্পাদক মর্জিনা আক্তার লুসি, সহ-সাংগঠনিক সম্পাদক নব্যুয়াত আরা সিদ্দিকা, মিলি চৌধুরী, সদস্য দিপ্তি মজুমদার, আনোয়ারা আলম, সৈয়্যদা শাহানারা বেগম, রুমা দাশ, নাসরিন রসুল, তারা বানু, সিমলী দাশ, পারুল আক্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির দিশারী এবং স্বাধীনতার পথ প্রদর্শক। স্বাধীনতার ৪৫ বৎসর পরও আমাদের অনুপ্রেরণার উৎস। মার্চ একদিকে শোকের অন্যদিকে গৌরবের। এ মাসের ৭ তারিখ বাঙালী জাতির জনক ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বাধীনতার ঘোষনা দেন। বিশাল জনসমুদ্র নতুন বীজমন্ত্র পায় স্বাধীনতার জন্য জীবন বাজি রাখার। তিনি বীর বাঙালীকে বজ্রকণ্ঠে উজ্জ্বীবিত করেন যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply