২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:৩৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ণ

কাজেম আলী স্কুলে ঐতিহাসিক ৭মার্চ পালিত

     

 

একাত্তরের সাত মার্চ। বঙ্গবন্ধুর কণ্ঠে ঐতিহাসিক ঘোষণা ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। সেদিন থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। মূলত: ৭ মার্চের ঘোষণার মধ্য দিয়ে বাঙালী জাতি সশস্ত্র সংগ্রামের পথে এক ধাপ এগিয়ে গেল। পরবর্তীতে ২৫ মার্চের কালো রাত্রিতে ঘুমন্ত জাতির উপর হানাদার বাহিনীর গণহত্যা শুরুর প্রেক্ষিতে বঙ্গবন্ধু আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যা ২৬ মার্চ চান্দগাঁও বিপ্লবী বেতার কেন্দ্র থেকে তৎকালীন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পত্রটি পাঠ করেছিলেন। তাই ৭ মার্চের ভাষণই বাঙালি জাতির মুক্তিযুদ্ধের মূল প্রেরণা।
আজ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে এসব কথাগুলো বলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক। কাজেম আলী স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি সৈয়দ উমর ফারুক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের পর পর শিক্ষার্থীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবহিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সুনাগরিক হয়ে গড়ে উঠার প্রত্যয় ব্যক্ত করে।
শিক্ষিকা সুমী দাশের সঞ্চালনায় এ সভায় স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, বক্তব্য দেন উপাধ্যক্ষ সানজিদা মোখতার, সহকারী প্রধান শিক্ষক লুৎফুর কবির ভূইয়া, অভিভাবক সদস্য আয়ুব আলী চৌধুরী, অভিভাবক সদস্য মোহাম্মদ মুজিব প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply