২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:১৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:১৬ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা বাচ্চু চৌধুরী হত্যাকারীদের ফাঁসির দাবীতে সভা

     

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে
সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা বাচ্চু চৌধুরী হত্যাকারীদের ফাঁসির দাবীতে প্রতিবাদ সভা সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৫টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) মুক্তিযোদ্ধা শফিকুল হক চৌধুরী বাচ্চু স্মৃতি পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধে ট্যাকেরঘাট সাবসেক্টরের কোম্পানী কমান্ডার এস.এন.এম মাহমুদুর রসুল,বালাট সাবস্কেটরের প্লাটুন কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মুজিবুর রহমান চৌধুরী,বাচ্চু স্মৃতি পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরী খসরু,মুক্তিযোদ্ধা বাচ্চুর ভ্রাতা আব্দুল মোত্তালেব চৌধুরী সেবুসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।
সভায় বক্তারা বলেন,১৯৯৬ সালের ৭ জানুয়ারী পবিত্র শবেবরাতের পরের দিন মুক্তিযুদ্ধে শহীদ জগৎজ্যোতি দাশ কোম্পানীর সহ অধিনায়ক শফিকুল হক চৌধুরী বাচ্চুকে কয়েকজন দুস্কৃতিকারী প্রকাশ্য দিবালোকে জেলার জগন্নাথপুর উপজেলার নিজ গ্রাম নাচনী বেতাউকার পাশর্^বর্তী গাইদ্যালা নামক স্থানে নিজ নৃশংসভাবে খুন করে। এ ঘটনায় মামলা দায়ের হলেও দীর্ঘ ২২ বছরের ব্যবধানে এ জগন্য হত্যা মামলাটির রায় এখনও হয়নি। হত্যা মামলার আসামীদের মধ্যে খুনী লিটন এখন ইতালীতে এবং আসামী শাহীন বিদেশে পলাতক রয়েছে। অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামীদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবী জানান মুক্তিযোদ্ধারা। সভায় বাচ্চু হত্যাকান্ডে সরাসরি জড়িত চার্জসীটভূক্ত আসামী লিয়াকত,আব্দুল হক,রিপন,জালাল,ছাদ আলী,কাইয়্যুম ও তার দেহরক্ষী করম আলীসহ সকল আসামীদের জামিন বাতিল করে তাদের ফাঁসির দাবী কার্যকরের দাবী জানানো হয়।
উল্লেখ্য সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় ও সুনামগঞ্জ সরকারী কলেজের মেধাবী ছাত্র ও সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল হক চৌধুরী বাচ্চু ১৯৭১ সালে কলেজে অধ্যয়নকালে জাতির জনকের আহবাণে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন রণাঙ্গনে পাক বাহিনীর সাথে সম্মুখ সমরে অংশ নেন। পরবর্থীতে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। হাওর অঞ্চলের সাধারন মানুষ তথা জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনগনের বিপদেও কান্ডারী ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply