২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:১৮/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ

ওয়েল পার্ক রেসিডেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে সৈয়দ আসিফ হাসান প্রতিযোগিতা নয় নিজেদের সেরাটুকু দিয়ে যাবো

     

নগরীর অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সের তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা  মঙ্গলবার বিকালে হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ওয়েল গ্রপের পরিচালক সৈয়দ আসিফ হাসসান বলেন, ওয়েল গ্র“প তার বাণিজ্যিক সফলতার সাথে সাথে দেশের আর্থ সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলছে যুগ হতে যুগ যুগান্তরে। জীবন এবং জীবিকার প্রশ্নে সর্বাগ্রে যে সব বিষয় চলে আসে তা হল, অন্ন, বস্ত্র, বাসস্থান। ওয়েল গ্রুপ অত্যন্ত সফলতার সাথে পর্যায়ক্রমে এসব ক্ষেত্রে দৃশ্যমান ভূমিকা রেখে যাচ্ছে। ওয়েল পার্ক রেসিডেন্স তারই ধারাবাহিকতার একটি অংশ। বৈদেশিক বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে দেশী বিদেশী পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানে কর্মরত সকলের সেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে নিজেদের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে ও দেশের স্বার্থে। প্রতিযোগিতা নয় নিজেদের সেরাটুকু দিয়ে গুনগতমানকে উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে। প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এম এ মনছুরের সভাপতিত্বে ও কাউসার জান্নাতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রানা মজুমদার, আলী নওশাদ পারভেজ, মামুন আল রশিদ, শাখাওয়াত হোসেন, মেজবাহ উদ্দিন, সাহিদুল ইসলাম, আবু নাছের রিপন, আব্দুল মাবুদ, বিশ্বনাথ প্রমুখ। সভা শেষে বিশেষ সংগীত, যাদু প্রদর্শনী, কৌতুক পরিবেশিত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply