২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৩/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

কল্যাণময় ও সৃজনশীল ইচ্ছার প্রতিফলন দৃশ্যমান জগত-ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

     

 

পরম সত্তা আল্লাহর স্বীয় মঙ্গলময় ও কল্যাণময় সৃজনশীল ইচ্ছার প্রতিফলন এই দৃশ্যমান জগত। আকাশমণ্ডল, অন্যান্য প্রাণীজগত, বৃক্ষ ও জড় জগত প্রভৃতি স্রষ্টার ইচ্ছার প্রতিফলনের প্রধান উপাদান হলো মানুষ। মানুষরাই জগতকে বিস্তৃতভাবে উপলব্ধির সুযোগ করে দিতে পারে। তেমনি মানব সম্প্রদায়ের এক অংশ হয় মহান আল্লাহর প্রিয়তম বন্ধু। অন্য অংশ সমাজ হিতৈষী। তেমন কিছু সৃষ্টিলব্ধ মহামানবের জীবনকর্ম উপলব্ধি করে লায়ন ডা. বরুণ কুমার আচার্য রচনা করেছেন ‘আধ্যাত্মিক পরিক্রমা-২’ শিরোনামের গ্রন্থটি। গ্রন্থটি অধ্যায়ন করলে বিগদ্ধপাঠক যেমন পাঠ্যরস পাবেন, তেমনি মহামনীষীদের জীবনতথ্যগুলোও জানার সুযোগ হবে। লায়ন ডা. বরুণ কুমার আচার্য রচিত ‘আধ্যাত্মিক পরিক্রমা-২’ গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরেণ্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। গত ১৯ জানুয়ারি শুক্রবার নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের হলরুমে এই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বইটি নিয়ে আলোচনা করেন হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব ডা. এন এম এ মোমিন, মাইজভাণ্ডারী একাডেমীর সভাপতি প্রফেসর ড. হেলাল উদ্দিন, জিয়াউল মাইজভাণ্ডারী ট্রাস্টের গবেষণা উপদেষ্টা প্রফেসর ড. সেলিম জাহাঙ্গীর, কাজী নিজামুল ইসলাম, লেখক ওয়াহিদুল আলম, মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সাবেক সভাপতি অধ্যাপক এ ওয়াই এম জাফর, মাইজভাণ্ডারী একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, মাইজভাণ্ডারী একাডেমীর প্রচার সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মাস্টার, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মহানগর শাখার সভাপতি এম মাকসুদুর রহমান হাসনু, মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মোহাম্মদ মনসুর, সাংবাদিক মোহাম্মদ তাজুল ইসলাম রাজু, মোহাম্মদ আবদুল হালিম আল মাসুদ, এইচ এম রাশেদ খান, আশরাফ সিদ্দিকী, মোহাম্মদ রেজাউল করিম রুবেল, মোহাম্মদ ইউসুফ আলী, বাংলা টিভির ব্যুরোচীফ বিপ্লব পার্থ, অর্চনা রাণী আচার্য, অ্যাডভোকেট রূপনা রাণী আচার্য, সোমা চৌধুরী সুমি, রিপা দাশ, কাশ্মিরী দাশ, রূপন দাশ, প্রবীর শীল, ধীমান দাশ, মাইকেল দে, মানিক বড়ুয়া, রুবেল শীল, ঝন্টু শীল, নিলু দাশ, তরুণ কুমার আচার্য, আদৃতা চৌধুরী, চম্পা দাশ, অর্ঘ্য দাশ প্রমুখ। আলোচকবৃন্দ আন্তরিকভাবে বইটির সফলতা ও প্রচার কামনা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply