২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:১৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ

ডোমারে মাদক সম্রাট  আনজারুল ফেনসিডিলসহ আটক চেয়ারম্যান, মেম্বারের সুপারিশে ছেড়ে দিলেন বিজিপি।

     

 

বখতিয়ার ঈবনে জীবন,নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারীর ডোমার গোমনাতীতে মাদক সম্রাট আনজারুল ফেনসিডিলসহ আটক। চেয়ারম্যান ও মেম্বারের সুপারিশে তাকে ছেড়ে দিলেন বিজিপি। ঘটনাটি ঘটেছে, উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী হেমত পাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, ১৭ জানুয়ারী বুধবার দুপুরে গোমনাতী সীমান্ত ফাঁড়ীর-৭ ব্যাটেলিয়ান বিজিপি’র সদস্যরা উক্ত গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাদক সম্রাট আনজারুল হক (৩৮) কে ২ বোতল ফেন্সিডিলসহ আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সংবাদ পেয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, ইউপি সদস্য জাহেদুল, গোলাপ, কাশেম, ও রাব্বি ক্যাম্পে গিয়ে উল্টো মাদক সম্রাট আনজারুলের পক্ষ নিয়ে লিখিত দিয়ে বিজিপির কাছ থেকে আনজারুলকে ছাড়িয়ে আনে। কেনই বা ধরলো আর কেনইবা ছাড়লো এ নিয়ে জনমনে নানাশ্নর দেখা দিয়েছে?। এ বিষয়ে ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম বলেন, আনজারুলের হাতে বা শরীরে ফেন্সিডিল বোলত পাওয়া যায় নি, তার কাছ থেকে একটু দুরে বোতল দুটি পাওয়া যায়, তাই চেয়ারম্যান ও মেম্বারের সুপারিশে তাকে এবারের মতো ছেড়ে দেয় হলো। এ বিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুর রহমান জানান, আনজারুল মাদকের মামলায় কিছুদিন পূর্বে জামিনে মুক্তি পায়। তার বিরুদ্ধে থানায় মাদক, ডাকাতি, ছিনতাইসহ একাধীক মামলা রয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply