২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৫২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:৫২ পূর্বাহ্ণ

পটিয়ায় ধলঘাট স্কুলের একাডেমিক ভবন উদ্বোধন

     

পরিকল্পনা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শিক্ষাখাতের উন্নয়ন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশে শিক্ষার হার বেড়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও পাল্লা দিয়ে বেড়েছে। নতুন প্রজন্মের জন্য আরও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবনসহ অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। দেশের শিক্ষাখাতে তথ্যপ্রযুক্তির ছোয়া লেগেছে। শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবে ততো দিন বিনামূল্যে বই বিতরণ করা হবে। কারন শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সফল সরকার।
তিনি পটিয়া উপজেলার ধলঘাট স্কুল এন্ড কলেজের চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ টিপু, দক্ষিন জেলা জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মনোজ সেনগুপ্ত, ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, আবুল বশর চৌধুরী, স্কুল এন্ড কলেজের সভাপতি শফিকুল ইসলাম বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছালামত উল্লাহ মল্ল, মাষ্টার প্রবোধ রায় চন্দন, মো. শাহ আলম, ব্যাংকার ছৈয়দ আহমেদ, এডভোকেট রমা প্রসাদ মিত্র, ডা: প্রনব চৌধুরী প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply