২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৪৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ

কালিয়াকৈরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৯

     

মুহাম্মদ আতিকুর রহমান 
গাজীপুরের কালিয়াকৈরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৯ জন আহত হয়েছে।

১৭ জানুয়ারি বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিচ্ছেন।

আহতদের মধ্যে- শ্রী লাল (৮), সুরাইয়া আক্তার (৫), সাথী আক্তার (৮), মনি আক্তার (১১), মেহেদী হাসান (১৮), রুমা পারভীন (৮), অসিফা আক্তার (৮), আতিকুল ইসলাম (১৬), শাকির হোসেন (২০), জান্নাতুল (৭), আলিফা আক্তার (৫), মারুফ হাসান (৯), সেলিনা আক্তার (২৫), খায়রুল ইসলাম (৪০), ইসরাফিল হোসেনের (১২), মোসলেম মৃধা (৩৫), হাবিবুল্লা (৮) ও রুমান হোসেন (৯) রয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক প্রবীর কুমার সরকার জানান, বাড়ইপাড়া, বড়ইছুটি ও হিজলহাটি পাশাপাশি তিনটি এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ বিভিন্ন বয়সের ১৯জন আহত হয়। ১৬ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তারা কুকুরের কামড়ে আহত হয়। পরে ১৯জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ১৯জনকে কুকুরে কামড়ায়। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, কুকুরটি ধরে মেরে ফেলার জন্য এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply