২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:০০/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:০০ পূর্বাহ্ণ

মৌলভীবাজারে মানববন্ধন

     

সরকারী খাস ভূমি জবরদখল ও অব্যাহত ভুল চিকিৎসা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার

মৌলভীবাজারে ১নং খলিলপুর ইউনিয়নের নাছিরপুর গ্রামে বরাকের পুলের দুপাশের বরাক নদীর তীরে সরকারী খাস ভূমি জবরদখল করে ভবন নির্মান এবং অব্যাহতভাবে ডাক্তারদের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর প্রতিবাদে দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৭ জানুয়ারী বুধবার সকালে। দুর্ণীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের জেলা সিনিয়র সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লুৎফুর রহমান শামিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিতু তালুকদারের সঞ্চালনায় শহরের চৌমোহনা চত্বরে ২ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- দুর্ণীতি মুক্তকরন ফোরামের জেলা সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শ. ই. সরকার জবলু, সহ-সাধাররণ সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক তাজুদুর রহমান, নির্বাহী সদস্য সাংবাদিক এমদাদুল হক, দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ যুব ফোরামের জেলা সভাপতি সৈয়দ মঈনুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক এম এ সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম সুলতান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরামের জেলা সহ-সভাপতি আলিম আল-মুনিম, সাধারণ সম্পাদক সিরাজুল হাসান, সাংগঠনিক সম্পাদক কবি পলাশ দেবনাথ, নির্বাহী সদস্য সিরাজাম মুনিরা, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম মৌলভীবাজার সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৩নং কামালপুর ইউপি শাখার সভাপতি সোহেল আহমদ, মোঃ সালাহ উদ্দিন, ইমরান আহমদ প্রমুখ। উল্লেখ- মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে সরকারী খাস ভূমি প্রকাশ্যে। স্থানীয় ভূমিদস্যুরা জবরদখল সচিত্র সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়ে আসলেও, স্থানীয় প্রশাসন জোরালো কোন আইনী প্রদকেক্ষপ গ্রহন করছেনা। জবরদখলের সর্বশেষ ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের নাছিরপুরে বরাকের পুলের দুপাশে বরাক নদীর তীরে। উক্ত ভূমিতে নির্মান করা হচ্ছে সানমুন কেজি এন্ড জুনিয়র হাইস্কুলের নতুন ভবন ও নাসিরপুর এতিমখানা মাদ্রাসা । সানমুন কেজি এন্ড জুনিয়র হাইস্কুলের নামে জবরদখলের ঘটনায় সাধুহাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিজুর রহমান গত ২৪ ডিসেম্বরের ৩১.৬০.৫৮৭৪.০০৩.০০.০০১.০৮.১৭. ৮১.২৫৮নং স্মারকে সরকারী ১নং খাস খতিয়ানের ভূমিতে অবৈধভাবে পাকাগৃহ নির্মাণকারী খলিলপুর ইউনিয়ন যুবলীগ সভাপতির বিরুদ্ধে ইমারত আইন (পুনরুদ্ধার) অনুয়ায়ী ব্যবস্থা গ্রহনের সুপারিশ সহকারে মৌলভীবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) বরাবর পত্র প্রেরণ করেন। এর আগে নাসিরপুর এতিমখানা মাদ্রাসার নামে জবরদখলের ঘটনায়ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাদ্রাসার মালিক ও প্রিন্সিপাল আবু হোসেন চৌধুরীর বিরুদ্ধে ইমারত আইন (পুনরুদ্ধার) অনুয়ায়ী ব্যবস্থা গ্রহনের সুপারিশ সহকারে সহকারী কমিশনার (ভূমি) বরাবর পত্র প্রেরণ করেন। কিন্তু, সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আরিফুল ইসলাম (পরিচিতি নং- ১৭১৮০) অদ্যাবধি ওই মাদ্রাসা এবং স্কুলের জবরদখলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেননি। আরেক সমস্যা হচ্ছে- ডাক্তারদের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটে চলেছে অব্যাহতভাবে। এ নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালণ করা হয়েছে। মামলাও হয়েছে একাধিক ঘটনায়। তারপরও এ ব্যাপারে স্থানীয় প্রশাসন থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা অদ্যাবধি। এরই প্রতিবাদে দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখা আজ এ মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালণ করলো। উক্ত মানবন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply