২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:১৪/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

ডোমারে ৩১ বস্তা নকল সার আটক

     

 

বখতিয়ার ঈবনে জীবন

নীলফামারী জেলার ডোমারে ১০০ বস্তা নকল সার উদ্ধারের পাঁচ ঘণ্টার মধ্যে আরো ৩১ বস্তা নকল সার আটক করেছে এলাকাবাসী। (১৫ই জানুয়ারী) সোমবার রাত নয়টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ এলাকা হতে পুলিশ সারগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত এই নকল সার ব্যবসায়ী ওবায়দুর রহমানের। ঘটনায় ইউনিয়ন পরিষদ সদস্য মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ওবায়দুর রহমানসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মো. শরিফুল ইসলাম জানান, ওবায়দুর রহমানের বাড়ি হতে ১০০ বস্তা নকল সার উদ্ধার করার পর রাতে তার বাড়ি হতে একটি নছিমন গাড়িতে করে আরো ৩১ বস্তা নকল সার পাচার করার সময় এলাকাবাসী নছিমন গাড়ি ও সার আটক করে। এরপর পুলিশ এসে ওই সার উদ্ধার করে থানায় নিয়ে যায়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদ আলী ব্যাপারী জানান, রাতে ৩১ বস্তা নকল সার উদ্ধার করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য একটি মামলা করেছে। দ্রুত তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা বলেন,(১৫ই জানুয়ারী)সোমবার বিকালে একশ বস্তা নকল সার উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবসায়ী ওবায়দুর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রাতে ৩১ বস্তা সার পুলিশ আটক করে। এ কাজে সার ব্যবসায়ীর স্ত্রী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য জড়িত হলে তার বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply