২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:১৭/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

কোতোয়ালীর মোড়ে ট্রাফিক পুলিশের চাদাঁবাজী চলছে

     

চট্টগ্রাম শহরে প্রাণকেন্দ্র কোতোয়ালীর মোড়ে ট্রাফিক পুলিশ সকাল থেকে রাত অবধি প্রকাশ্য চাদাঁবাজি করছে। প্রতিটি পণ্যবাহী গাড়ী থেকে সিভিল পোষাকে কয়েকজন ব্যক্তি চাদাঁ নিয়ে অবস্হানরত ট্রাফিক পুলিশের হাতে চাদাঁর টাকা তুলে দিচ্ছে এই দৃশ্য এখানে চোখে পড়ে হরখামেশা।গতকাল সায়েমসহ কয়েকজন ট্রাফিক পুলিশ আজ নুরুল ইসলামসহ কয়েকজন ট্রাফিক পুলিশ একই কায়দায় চাঁদা নিচ্ছে। গাড়ীর কাগজপত্র দেখা, নিয়ম শৃংলা রক্ষা ও ট্রাফিক জ্যামে সহায়তার পরিবর্তনে এরা টাকা তোলার কাজেই ব্যস্ত থাকে সর্বদা। সাধারণ মানুষও এখানে পুলিশের অবৈধ বাম হাতের ব্যাপারটি নিয়মিত লক্ষ্য করে থাকে।

শাহ সুন্দর মাজার লাগোয়া কয়েকজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালনের নামে এখানে চাদাঁবাজিতে লিপ্ত হয়। তাদের কারণে ট্রাফিক জ্যাম লেগে যায় ও চোরাকরবারীরা টাকা দিয়ে নিবিঘ্নে চোরাই পণ্য পাচারে করে। প্রতিদিন শত শত আইনজীবি ও আদালত ভবনে আসা বিচারকগণও এ দৃশ্য দেখে থাকেন। অদূরে অবস্হিত কোতোয়ালীর থানার পুলিশেরাও দেখেন সবসময়।সদরঘাট ট্রাফিক টিআই প্রশাসনের নিয়ন্ত্রনে এই চাদাঁবাজী হয় বলে একটি সুত্র দাবী করছে। ওই সুত্রমতে, এইরকম নগরীতৈ আরো বেশ কয়েকটি পয়েন্টে চাদাবাঁজী হয়।সব পয়েন্ট থেকে ভাগ পায় সদরঘাট টিআই প্রশাসন। কয়েকমাস ধরে টিআই প্রশাসন বদলি হয়ে আসার পর এই চাদাঁবাজী বেড়ে গেছে বলে পুলিশ বিভাগে কানাঘুষা শুরু হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply