২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৪২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ

প্রথম দফায় ১২৫৮ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

     

বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম দফায় ১২৫৮ জনকে ফেরত নিতে চায় মিয়ানমার। এর মধ্যে ৭৫০ জন মুসলমান এবং ৫০৮ জন হিন্দু।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকটি মিয়ানমারের রাজধানী নেপিদোতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে এতে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষে ছিলেন তাদের পররাষ্ট্র সচিব মিন্ট থো। বৈঠক শেষে উভয় পক্ষ মঙ্গলবার ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ স্বাক্ষর করে।

আজ মঙ্গলবার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে মিয়ানমারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মিয়ানমার সরকার ৭৫০ জন মুসলমান ও ৫০৮ জন হিন্দু রোহিঙ্গাকে ইতোমধ্যে যাচাই-বাছাই করেছে এবং তারা বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে যে, প্রথম দফায় যেন উল্লিখিত রোহিঙ্গারা থাকে।

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে এবং গত ২৫ আগস্টের পর  থেকে এ পর্যন্ত ছয় লাখ ৫৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply