২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:২৮/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

শিক্ষাব্যবস্থা জাতীয়করনের দাবীতে সীতাকুণ্ডে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

     

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবী আদায়ে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ঘোষিত আন্দোলন বাস্তবায়নে সীতাকু- মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মাবনবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে উপজেলার সীতাকু- ডিগ্রি কলেজ প্রফেসর ও সকল মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার কর্মরত শিক্ষকরা মানবন্ধনে অংশগ্রহন করেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।সীতাকুণ্ড মাধ্যমিক শিক্ষক সমতির সভাপতি মো.হাবিব উল্ল্যাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনে মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,বাকশিস কেন্দ্রীয় কমিটি সহ-সাধারণ সম্পাদক মো.আবু জাফর সিদ্দিকী,বাকশিস সীতাকু- উপজেলা সভাপতি মো.কামাল উদ্দিন আহমেদ,বাকবিশিস উপজেলা সভাপতি সাইফুদ্দিন মোর্শেদ,সাধারণ সম্পাদক নুরুল আফচার,মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুল কবির,অধ্যক্ষ নাছির উদ্দিন,শিক্ষক বিল্টু কুমার সিংহ,সঞ্জীব কুমার রেড্ডি,মো.দিদারুল আলম,মো.একরামুল হক ভূইয়া,মো.লোকমান মিয়া,জাফর সাদেক প্রমূখ। মানবন্ধনে বক্তারা বলেন,বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত সরকার শিক্ষক বান্ধব হলেও গুটিকয়েক স্বার্থলোভী মহলের ষড়যন্ত্রে এখনো ন্যায্য দাবী বঞ্চিত রয়েছে বেসরকারী শিক্ষকরা। শিক্ষাব্যবস্থা জাতীয়করনসহ বেসরকারী শিক্ষকদের ১১ দফা দাবী আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া বক্তারা শিক্ষা ব্যবস্থার প্রতি উদাসীন শিক্ষা মন্ত্রীর পদত্যাগের পাশাপাশি দাবী আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে উপস্থিত শিক্ষকদের আহব্বান জানান। মানবন্ধন শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত সকল শিক্ষককে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো.কামরুজ্জামান বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply