১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৩০/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:৩০ পূর্বাহ্ণ

সামাজিক চেতনার মাধ্যমে থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধ করা সহজ-সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

     

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি বলেছেন, সামাজিক চেতনার মাধ্যমে থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধ করা সহজ হবে। চট্টগ্রাম অঞ্চলে সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে এ লক্ষেকাজ করার আহ্বান জানান।
থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলদেশ এর ১৫ বর্ষ পূর্তি ও প্রধান কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে ৪ মার্চ সকালে দেওয়ানবাজারস্থ দিদার মার্কেটের নীলু হোমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সাগর এবং উপকূল সংলগ্ন এলাকায় থ্যালাসেমিয়া রোগের প্রকোপ বেশী হওয়ায় এ সব এলাকা জনগণকে সাথে নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করলে সুফল আসবে।
থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ এর কার্যক্রম এর সাফল্য কামনা করে মন্ত্রী বলেন, মানবতারসেবায় থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র দৃষ্টান্ত স্থাপন করেছে।
থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ এর সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ফিতা কেটে নতুন কার্যালয়ের দ্বারোদঘাটন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রাক্ত সভাপতি আবু সুফিয়ান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. শফিউল আজম, শাহ নেওয়াজ ফাউন্ডেশনের সভাপতি হাসিনা আক্তার। কেন্দ্রের সাধারণ সম্পাদক আশীষ ধর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজীবন সদস্য অমল নাথ, বালাগাত উল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য ওসমান চৌধুরী বাবুল, আজীবন সদস্য রেবা বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী ১৫ বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং হাসপাতাল পরিদর্শন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply