২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:৫১/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

সাহিত্যিক আহমদ ছফা স্মরণানুষ্ঠান ১০ মার্চ চট্টগ্রামে

     

 

শুদ্ধ বানান চর্চা (শুবাচ), চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে আগামী ১০ মার্চ শুক্রবার সারাদিনব্যাপী চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক মুসলিম ইনস্টিটিউটের থিয়েটার হলে কালজয়ী কথাসাহিত্যিক ও কবি আহমদ ছফা স্মরণানুষ্ঠান ও আহমদ ছফা সাহিত্য পুরস্কার-২০১৭ প্রদান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১০ মার্চ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শুবাচ-পুথিনিলয় বইমেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত শিক্ষাবিদ ড. হায়াৎ মামুদ, প্রাবন্ধিক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, কথাসাহিত্যিক জাকির তালুকদার, গবেষক সুদীপ্ত হাননান। বিশেষ আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ¯েœহধন্য, মার্কিন জেনারেল (অব.) ড. প্রফেসর ইলিয়স দ্যামি। সভাপতিত্ব করবেন শুবাচ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান প্রখ্যাত কথাসাহিত্যিক ও ইতিহাসবিদ প্রফেসর ড. মোহাম্মদ আমীন। এতে আরও দেশবরেণ্য বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। আগ্রহী ও সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুনঃ

Leave a Reply