২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১০:২১/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

যাবে সহসাই পরপারে

     

মো. আলী আশরাফ খান

অমোঘ প্রকৃতির মায়াময় ছায়ায়-
যার জন্ম-বসবাস এক অনিন্দ্যতায়,
তাকে কেনো তুমি ডাকো অন্ধকারে?
বাহারী সাজে তুমি কেবল নৃত্য করো
ছলচাতুরিতে নেই তোমার কোন জুড়ি।

যেজন গড়েছে নিজেকে তিল তিল করে
প্রাণপণ চেষ্টায় দাঁড়িয়েছে মানুষের ঘরে,
আলোর শিখা যেন জ্বলছে-ই চারদিকে।
তুমি কেনো তাকে আদিম মহড়া শিখাও!
উন্মাদ বনে বারংবার হৃদয়ে কাঁপন ধরাও?

জন্ম যেমন চির সত্য তেমনি মৃত্যুও…
এসেছো ধরাকূলে যাবে সহসাই পরপারে।
অভিশপ্ত হয়ে যখন বিদায় নেবে তুমি-
কাঁদবে আকাশ-বাতাস তোমার স্বজন;
তাতে কোন লাভ হবে কি-বাঁচবে তুমি?

শেয়ার করুনঃ

Leave a Reply