২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:৩৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ

স্বদেশ স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পরিস্কার বিতরণী অনুষ্ঠান

     

যায় দিন ক্লান্তিহীন, খুঁজি ক্লান্তির ঠিকানা এই অনামিশায়, চলিল পথ দুর বহুদুর…. স্বমহিমায় এগিয়ে যাওয়া   “স্বদেশ আবৃত্তি সংগঠন”র বয়স কতইবা! এখনও শিশু বলা চলে, এরই মাঝে নানান ব্যতিক্রমী আয়োজনে সংগঠনটি নজর কেড়েছে সংস্কৃতি প্রেমিদের ।  গত ২০ডিসেম্বর বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্বদেশের আয়োজনে    নতুন মাত্রা যোগ করেছে  “স্বদেশ স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান-২০১৭  । দুপুর ২ঃ০৫ মিনিটে,এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন – সাবেক ছাত্রনেতা,  বন্দর নগরী বহুমুখী সমবায় সমিতির পরিচালক জনাব রাজু আহমেদ।  এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সদস্য জনাব সাখাওয়াত হোসেন সাকু , বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম আইন কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড শাপলা কুঁড়ি আসরের আহ্বায়ক জনাব ইসতেহার উদ্দিন পারভেজ, । বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবী শাখার সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম আইন কলেজ শাখার সাবেক সহ সভাপতি জনাব এস এম আলাউদ্দিন। ঐদিন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী অনুষ্ঠানের পুরষ্কার বিতরন করেন, বাংলাদেশ বেতার চট্রগ্রামের আঞ্চলিক পরিচালক এস এম আবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক,উদযাপন কমিটি ও স্বদেশ আবৃত্তি সংগঠনের উপদেষ্টা, লেখক ও প্রাবন্ধিক ড. আনোয়ারা আলম। স্বদেশ আবৃত্তি সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি জনাব মোহাম্মদ সেলিম ভু্ঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা,স্বাস্থ্য, পরিকল্পনা,পরিস্কার ও পরিছন্নতা কমিটির সভাপতি, চসিক ও চট্টগ্রাম সিটিকর্পোরেশন ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর জনাব নাজমুল হক ডিউক। সুলতানা নুরজাহান (রোজি), পরিচালক CWCCI, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও সফল নারী উদ্যাোক্তা, পরিচালক, ফয়েজ নুরনাহার ফাউন্ডেশন। হাসান জাহাঙ্গীর, সহ সভাপতি সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রাম। জসিম উদ্দিন মিঠু, পরিচালক, ব্রাদার্স ইউনিয়ন চট্রগাম ও যুগ্মসাধারন সম্পাদক “বাংলার মুখ” চট্টগ্রাম জেলা। এস. এম. নাছির উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুনলীগ, চট্টগ্রাম মহানগর, এবং রুবেল আহমেদ বাবু, আজীবন সদস্য, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল কলেজ,চট্টগ্রাম প্রমুখ।
অনু্ষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ এর উদযাপন কমিটির সদস্য সচিব জনাব মাকসুদুর রহমান মাসুদ। উল্লেখ্য, সাংস্কৃতিক প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, আবৃত্তি,দেশের গান, লোক সংগীত,লোকনৃত্য এবং সাধারন নৃত্য সহ মোট ছয়টি বিষয়ে “ক”( প্লে – ২য় শ্রেণি) ” খ “( ৩য় শ্রেণি – ৫ম) “গ “( ৬ ষ্ঠ – ১০ম “ঘ”( একাদশ – তদুর্দ্ধ) চারটা বিয়য়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।। উক্ত আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে ৫ জন স্বর্ণ পদক অর্জন করেন। আবৃত্তি বিষয়ে ‘ক’ বিভাগে মাশিয়াত মোর্শেদ ১ম, রাজ সমৃদ্ধ চক্রবর্তী ২য়, অনুশ্রী প্রভা বড়ুয়া ৩য়; ‘খ’ বিভাগে অঙ্কিতা ব্যানার্জি ১ম, সৈয়দা ফারিয়া নওরোজ ২য়, অহনা বিশ্বাস ৩য়; ‘গ’ বিভাগে জোয়ারিয়া মোস্তফা ১ম, রাইমা নাওয়াল ২য়, তাসনিম ফারীন ৩য় এবং ‘ঘ’ বিভাগে তাসকিয়া বিনতে ইউসুফ ১ম, জনি দাশ ২য়, সানজিদা রহমান ৩য় স্থান অধিকার করেন। চিত্রাঙ্কন বিষয়ে ‘ক’ বিভাগে অনুশ্রী প্রভা বড়ুয়া ১ম, সাবিহা রহমান ফাইরোজ ২য়, অরিগ্ন দেবনাথ ও রাদিয়ান চৌধুরী যুগ্মভাবে ৩য়; ‘খ’ বিভাগে রাইম উমায়ের ১ম, শারমিন সুলতানা অনামিকা ও অর্জুন চৌধুরী কর্ণ যুগ্মভাবে ২য়, মাহিনুর জামান স্বপ্ন ৩য় এবং ‘গ’ বিভাগে রাফিয়া সুলতানা তুবা একমাত্র পুরস্কারের অধিকারী হন। দেশের গান বিষয়ে ‘ক’ বিভাগে প্রাচী দাশ ১ম, জয়ীতা দত্ত ২য়, ঐন্দ্রিলা দাশগুপ্তা ৩য়; ‘খ’ বিভাগে কাজী মারজুক রহমান ১ম, সুনেত্রা বড়ুয়া ২য়, রাত্রী ধর ৩য়; ‘গ’ বিভাগে অঙ্কিতা আচার্য্য ১ম, রিমি সিনহা ২য়, রক্তিম ধর ও প্রজ্ঞা লাবণী সিকদার যুগ্মভাবে ৩য় এবং ‘ঘ’ বিভাগে দীপঙ্কর চক্রবর্তী ১ম, শতাব্দী সাহা ২য়, মায়িশা মালিহা ৩য় স্থান অধিকার করেন। লোক সংগীত বিষয়ে ‘ক’ বিভাগে প্রাচী দাশ ১ম, ঐন্দ্রিলা দাশগুপ্তা ২য়, জয়ীতা দত্ত ৩য়; ‘খ’ বিভাগে রাণী ধর ১ম, লাবিবা ইয়াসমিন ও অদ্বিতীয়া বড়ুয়া যুগ্মভাবে ২য়, সুনেত্রা বড়ুয়া ও স্নেহা দত্ত যুগ্মভাবে ৩য়; ‘গ’ বিভাগে প্রমি দাশ ১ম, রিমি সিনহা ২য়, আদৃতা নাথ ৩য় এবং ‘ঘ’ বিভাগে দীপঙ্কর চক্রবর্তী ১ম, মায়িশা মালিহা ২য়, অর্পিতা দেবী ৩য় স্থান অধিকার করেন। সাধারণ নৃত্য বিষয়ে ‘ক’ বিভাগে মাশিয়াত মোর্শেদ ১ম, কাজী আননাজুম রহমান ২য়, অরিত্রা সর্ববিদ্যা ৩য়; ‘খ’ বিভাগে নিগমা দাশ ১ম, শুভনীতা নন্দী ২য়, স্বপ্নিকা নাথ ৩য়; ‘গ’ বিভাগে অঙ্কিতা ভট্টাচার্য ১ম, অপরাজিতা তালুকদার ২য়, অদ্রী চৌধুরী ৩য় এবং ‘ঘ’ বিভাগে সৌমিত্র চক্রবর্তী ১ম, ইসা দাশ ২য়, শান্তা ইসলাম ৩য় স্থান অধিকার করেন। লোকনৃত্য বিষয়ে ‘ক’ বিভাগে রাজ সমৃদ্ধ চক্রবর্তী ১ম, মাশিয়াত মোর্শেদ ২য়, কাজী আননাজুম রহমান ৩য়; ‘খ’ বিভাগে নিগমা দাশ ১ম, সাদিয়া হোসেন ২য়, সানজিদা আক্তার ৩য়; ‘গ’ বিভাগে অপরাজিতা তালুকদার ১ম, জোয়ারিয়া মোস্তফা ২য়, অঙ্কিতা দে ৩য় এবং ‘ঘ’ বিভাগে সৌমিত্র চক্রবর্তী ১ম, জনি দাশ ২য়, ইসা দাশ ৩য় স্থান অধিকার করেন। বিভিন্ন বিষয়ে বিজয়ীদের ক্রেস্টসহ অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে সনদপত্র প্রদান করা হয়। যেকোনো দুইটি বিষয়ে প্রথম স্থান অধিকারীকে স্বর্ণপদক প্রদান করা হয়। এর ভিত্তিতে মাশিয়াত মোর্শেদ, দীপঙ্কর চক্রবর্তী, নিগমা দাশ, প্রাচী দাশ ও সৌমিত্র চক্রবর্তী স্বর্ণপদকের অধিকারী হন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ সেলিম ভূঁইয়া ও রিমি বড়ুয়া।
শেয়ার করুনঃ

Leave a Reply