২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ

সোমবার আনোয়ারা উপকুলীয় বেড়ীবাঁধ পরিদর্শন করবেন ভুমি প্রতিমন্ত্রী জাবেদ

     

আগামী সোমবার দুপুরে আনোয়ারা উপকুলীয় বেড়ীবাঁধ পরিদর্শন করবেন ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।গেল  রোঁয়ানোর ধ্বংশলীলায় আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন অরক্ষিত হয়ে পড়ে। রোঁয়ানোর পর পরই ভুমি প্রতিমন্ত্রী  সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় নিয়ে আসেন। তখনই দুই মন্ত্রী স্হানীয় জনতার উদ্দেশ্যে বাঁধ নির্মাণের প্রতিশ্রুত দেন।তার আলোকে উপকুল রক্ষার্থে বিপুল অংকের রাজস্ব বাজেটে নির্মিত হচ্ছে বেড়ীবাঁধ। এলাকাবাসী এই বাঁধ নির্মাণে সেনাবাহিনীর তত্বাবধান দাবী করে আসছিল দীর্ঘদিন।

সরকারী নীতিমালা ও পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে এই ইউনিয়নে নানা রকম কারচুপি ও অনিয়মের মাধ্যমে বাধঁ ও ব্লক নির্মানের কাজ চলছে।সম্প্রতি এই বাঁধ নির্মান কাজ পরিদর্শন করেন রায়পুর জনকল্যাণ সংস্হার নেতৃবৃন্দ।তারা বাধঁ নিমার্ণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি প্রত্যক্ষ করেন।জনকল্যাণ সংস্হা ও এলাকাবাসীরা ইউপি সদস্যদের সমন্বয়ে মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাহেবের সাথে এইবিষয়ে বৈটক করেন। ওই বৈটকে মন্ত্রী বাধঁ নির্মাণের কাজ তিনি নিজে দেখবেন বলে জানান এবং আগামী সোমবার দুপুরে সেখানে যাবেন বলে উপস্হিত সবাইকে অবহিত করেন।

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply