২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:২৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ

১ জনুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল

     

 

জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালোভাবে পালনের ঘোষণা দিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদায় রাজপথে সক্রিয় ছিল আছে এবং থাকবে। আগামী ১ জানুয়ারি বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকঝমকপূর্ণভাবে পালনের মাধ্যমে চট্টলার ছাত্রসমাজকে শহীদ জিয়ার হাতে গড়া দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে উজ্জ্বীবিত করার চেষ্ঠা করতে হবে এবং সারা বাংলাদেশে ছাত্রদলকে সর্বাধিক শক্তিশালী ও সুশৃঙ্খল ছাত্র সংগঠন হিসেবে পরিণত করতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য ও মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদেরই। প্রয়োজন হলে জীবন দিব তবুও প্রাণপ্রিয় সংগঠনের সুনাম ক্ষুন্ন হতে দিব না। জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, নগর ছাত্রদল নেতা তারেক আহমদ, মোঃ ওয়াসিম, এস.এম. রোম্মান, সামিয়াত আমিন জিসান,আরিফুর রহমান মিঠু, সৌরভ প্রিয় পাল, কুতুব উদ্দিন নয়ন, মীর ছাদেক অভি, মোঃ আলমগীর হোসেন, ইব্রাহিম খান রাসেল, মাহমুদুর রহমান বাবু, মোঃ জামাল ইরফান বাদশা, এন মোহাম্মদ রিমন, মোঃ রাশেদ, শাহাদাত হোসেন নাবিল, নাঈম মিনহাজ, জয় দাশ, প্রমুখ।
কর্মসূচি ঃ ৩১ ডিসেম্বর, সকাল ১০ ঘটিকায় নগরীর ২নং গেইটস্থ শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। ১ জানুয়ারি সকাল ৭ ঘটিকায় নগরীর কাজির দেউরীস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দুপুর ২ ঘটিকায় নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৩ জানুয়ারি হতে চট্টগ্রাম মহানগরের অন্তর্ভুক্ত প্রত্যেক থানায় পর্যায়ক্রমে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply