২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:১৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

আনোয়ারার প্রাচীনতম বিদ্যাপীঠ গুজরা নিত্যানন্দ উচ্চবিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠান কাল

     

মুহাম্মদ ফয়সাল হোসেন

আগামীকাল ২৫শে ডিসেম্বর আনোয়ারার প্রাচীনতম বিদ্যাপীঠ গুজরা নিত্যানন্দ উচ্চবিদ্যালয়ের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান। প্রিয় বিদ্যাপীটটির এই হীরক জয়ন্তী অনুষ্ঠান সফল করতে আয়োজকরা কোন কিছুর কমতি রাখছেন না। প্রিয় ক্যাম্পাসটি অতিথি, প্রাক্তন ও নবীন শিক্ষার্থীদের বরণ করতে প্রস্তুত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জমান চৌধুরী জাবেদ এমপি। সভাপতিত্ব করবেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি শহিদুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে থাকবেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা। হীরক জয়ন্তী উৎসবে যোগ দিতে দেশ-বিদেশে বসবাসরত শত শত প্রাক্তন শিক্ষার্থী গ্রামে এসেছে। স্কুলভবনটিকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। তোরণ, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে গ্রামের বিভিন্ন অলিগলি। প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক বলেন – স্মৃতিবিজড়িত প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণটি ভরে উঠবে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায়। দেখা হবে পুরনো অনেক বন্ধুর সঙ্গে। অনেকে আগে থেকে এসেই উদযাপন কমিটির সাথে সহযোগীতা করছে। হীরক জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে স্কুল প্রাঙ্গনে মেজবানের আয়োজন করা হয়েছে বলে জানান তারা। হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য “ঋণী” নামক একটি ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে। তিনি উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ও ছাত্র পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পারভেজ জানান- ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আগামীকাল ৭৫ বছরে পা দিবে। সেই উপলক্ষে হীরক জয়ন্তী অনুষ্ঠান। পুরনো দিনের বন্ধুদের সাথে আবার দেখা হবে- এই কথা ভাবতেই অনেক আনন্দ লাগছে। তিনি আরো জানান-এ বিদ্যালয় থেকে অধ্যয়ন করে বহু ছাত্রছাত্রী ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যাংকার, দেশ-বিদেশের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ ও সফল ব্যবসায়ী হিসেবে দেশ মাতৃকার কল্যাণে অবদান রাখছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply