২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:৩৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ

মহিউদ্দীন চৌধুরীর কবর জিয়ারত করেন ইসলামী ফ্রন্ট মহাসচিব এম এ মতিন

     

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব ও আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির কেন্দ্রিয় প্রধান সমন্বয়ক জননেতা আলহাজ্ব আল্লামা এম এ মতিন আজ ২২ ডিসেম্বর’১৭ বাদে জুমা সাবেক চসিক মেয়র মরহুম আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরীর কবর জিয়ারত, মিলাদ-কিয়াম ও দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান উপদেষ্টা হযরতুলহাজ্ব আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, মরহুমের বড় ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ছোট ছেলে সালেহীন চৌধুরী, ইসলামী ফ্রন্ট কেন্দ্রিয় তথ্য ও প্রযুক্তি সচিব আব্দুর রহিম, মহানগর উত্তর সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, যুবসেনার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন চৌধুরী, নগর উত্তর সভাপতি জসিম উদ্দীন, ছাত্রসেনার কেন্দ্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদ মুহাম্মদ ফরিদুল ইসলাম, মহানগর উত্তর সাধারণ সম্পাদক মারূফ রেযা, সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মাছুমুর রশিদ কাদেরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দীন, বায়েজীদ থানা ছাত্রনেতা ফরহাদ প্রমুখ।
এসময় মাওলানা এম এ মতিন এবিএম মহিউদ্দীন চৌধুরীর কর্মময় জীবন, মেয়র থাকাকালীন চট্টগ্রাম ও সুন্নীয়তের কল্যাণে তাঁর অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। পরে মরহুম চৌধুরীর বড় ছেলে ব্যারিস্টার নওফেল’র সাথে একান্ত আলাপে বলেন, ‘‘প্রয়াত মেয়র মহোদয় সুন্নী জনতার পাশে ছিলেন, সুন্নী আক্বিদা লালন-পালন করতেন। ১৯৯১ সালে ঘূর্ণিঝড় পরবর্তী তাঁর সহায়তা চট্টগ্রামের মানুষ কখনো ভুলবেন না। তিনি আরো বলেন, চৌধুরী সাহেব মিলাদ-কিয়াম পছন্দ করতেন, তাই প্রত্যেক সপ্তাহে বাদে জুমা তার কবরের পাশে যেন মিলাদের আয়োজন করা হয়”।

শেয়ার করুনঃ

Leave a Reply