২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:৪২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের প্রতিবাদ সভা

     

 

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রেজিঃ নং বাঃজাঃফেঃ-০৫ এর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও হোটেল শ্রমিকনেতা মোঃ ছাদেক মিয়াকে প্রাণে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং চিহ্নিত হামলাকারী সন্ত্রাসী আরিফ-সফর আলী গং ও তাদের মদতদাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এর আহবানে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে ১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যার সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে শহরের কোর্ট রোডস্থ কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামাল, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ-এর জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, তারেশ বিশ্বাস সুমন, সিরাজুল ইসলাম, জমির মিয়া, মিজান মিয়া, শাহিন মিয়া প্রমূখ। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন গত ৩০ নভেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে সিলেটের বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সামনে পুলিশের সহযোগিতায় আরিফ-সফর আলীসহ চিহ্নিত সন্ত্রাসীরা শ্রমিকনেতা মোঃ ছাদেক মিয়াকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। মোঃ ছাদেক মিয়াকে উদ্ধার করতে সংগঠনের নেতাকর্মীরা এগিয়ে গেলে পুলিশ তাদের বাঁধা দেয় এবং হামলাকারী সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মোঃ ছাদেক মিয়াকে ওসমানী মেডিকেলে ভর্ত্তি করা হলে তার মাঘায় ১২ টি সেলাই লাগে। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোরাফেরা এমন কি নানা রকম হুমকি ধামকি দিলেও এখন পর্যন্ত পুলিশ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করেনি। উপরন্তু দুই জন সন্ত্রাসীকে আটক করে থানায় সোপর্দ করলে একটি মিথ্যা মামলা সংগঠনের তিন জন নেতাকে আটক করা হয়। বক্তারা শ্রমিকনেতা মোঃ ছাদেক মিয়ার উপর হামলাকারী সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওয়াত এনে বিচারের দাবি জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply