২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:০৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ণ

প্রগতিশীল সংবাদপত্র লেখক ফোরাম’র সভা

     

 

প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরামের সভায় বক্তারা বলেছেন, ভাষার মাসের এ দিনগুলো আমাদের কাছে একটি জীবন্ত সত্ত্বা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে ভিত্তি করেই পাকিস্তানি দুঃশাসন থেকে বাঙালি জাতিকে মুক্তি দেয়ার জন্য মহান স্বাধিনতা যুদ্ধের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত ও সংগঠিত করেছিলেন। আর এ কারণেই বলতে হয়, একুশের চেতনা থেকেই রোপিত হয়েছিল স্বাধিনতার বীজ। যার চুড়ান্ত বিজয় ঘটে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। গতকাল সকালে প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরাম, কেন্দ্রিয় কমিটি ও চট্টগ্রাম একুশ উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত “একুশ আমার গর্ব, আমার অহঙ্কার” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. এনামুল হক লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেনা আক্তার হেনার সঞ্চালনায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পরিষদ ও ফোরামের উপদেষ্টা ও প্রবীণ শ্রমিক লীগ নেতা মো. নুরুল হক জেহাদী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি, চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক হাকিম গোলাম মোস্তফা, সদস্য সচিব কবিরাজ মো. সেলিম সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফোরামের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান শফি, আমিনুল হক জুয়েল, সামশুল হক সুমন, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, সদস্য মো. কামাল হোসেন, মো. আলমগীর, কামরুল ইসলাম প্রমূখ। সভাপতির সমাপনী বক্তব্যে মো. এনামুল হক লিটন বায়ান্নের ভাষা আন্দোলনের মধ্যেদিয়েই মহান মুক্তিযুদ্ধের ভিত রচনা হয়েছে উল্লেখ করে তিঁনি মহান মুক্তিযুদ্ধ ও একুশের চেতনা বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান। সভার শুরুতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply