২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৫৬/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

ছাত্র রাজনীতির হাতিয়ার হতে হবে কলম

     

          আজহার মাহমুদ
আজকের ছাত্ররাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। তাদের ভেতর রয়েছে সেই মনোবল। তারাই দেশের মূল হাতিয়ার। তাই তাদের ভেতর নেতৃত্ব দেওয়ার মতো সেই যোগ্যতা তৈরী করার মূল রাস্তা হচ্ছে ছাত্র রাজনীতি। তবে এখন আর ছাত্র রাজনীতির সেই সুনাম নেই। কারণ এখন ছাত্র রাজনীতির মূল হাতিয়ার হচ্ছে অস্ত্র। ছাত্র রাজনীতি মানে অস্ত্র নিয়ে মাঠে নামা। তাদের হাতে খাতা, কলম থাকেনা। তারা রাজনীতিতে আসার সাথে সাথে শিক্ষার সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে। তাদের রাজনীতি হয়ে উঠে অস্ত্রের রাজনীতি। তাদের রাজনীতিতে লেগে থাকে মারামারি, হানাহনী এমন কি খুন করা। তারা ছাত্র নামধারী হলেও তাদের ভেতর থেকে ছাত্রের সেই পরিচয়টা পাওয়া যায় না। তারা শিক্ষা ছেড়ে রাজনীতি করতে নামে। কিন্তু রাজনীতির কোন নীতিতে এই ধরণের নিয়ম আছে সেটা এখনকার ছাত্রদের মনে প্রশ্ন থেকে যায়। রাজনীতি তো খারাপ কিছু নয়। এটাতো একটি সম্মানের বিষয়। এটাতো শিক্ষার বাইরে নয়। রাজনীতিতো সেই করতে পারে যার রাজনীতি করার মতো নূন্যতম জ্ঞান রয়েছে। কিন্তু আমরাই আজ রাজনীতি নামক বিষয়টিকে সমাজে, দেশ, জনগণের সামনে নষ্ট করে তুলছি। রাজনীতি তো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন। তিনিতো আজ আমাদের হৃদয়ে বসে আছেন। তার নাম তো আজ সকলের কাছে প্রিয় এবং পরিচিত হয়ে আছে । আমরাতো বঙ্গবন্ধুর আদর্শ নিজেদের ভেতর ধারণ করে রাজনীতি করতে পারি। তিনি তো অস্ত্র ‍নিয়ে রাজনীতি করেন নাই, শিক্ষাকে ছেড়ে দেন নাই। তিনি তো ছিলেন একজন ভালো ছাত্র। তিনি তো শিক্ষার সাথে নিজেকে সম্পৃক্ত রেখে ছিলেন। তবে আমরা কেনো পারবোনা। আমরাতো বঙ্গবন্ধুর চেয়ে বেশী রাজনীতি করছিনা। তিনি রাজনীতি করেছেন দেশ স্বাধীন করার জন্য। তিনি রাজনীতি করেছেন দেশ রক্ষার জন্য। তিনি রাজনীতি করেছেন বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তরিত করতে। আমরা কেনো রাজনীতি করছি? প্রশ্নটা নিজেদেরকে নিজেরাই করলে উত্তরটা পেতে পারি। আমাদের রাজনীতি তো বঙ্গবন্ধুর আদর্শ হওয়া উচিৎ। আমরা আজ তার আদর্শের বাইরে রাজনীতি করছি বলে আমাদের এই সমস্যা। আমাদের রাজনীতি হতে হবে কলম খাতা নিয়ে, শিক্ষা নিয়ে। আমাদের রাজনীতি হতে হবে দেশের জন্য। অস্ত্র দিয়ে রজনীতি করতে হয়, না হলে রাজনীতি করা যায়না।আমাদের ধারণাটা তেমনি। আমরা যারা নতুন প্রজন্ম, যাদের রাজনীতি করার ইচ্ছা রয়েছে তাদেরকে সঠিক রাজনীতির পথ কেউ দেখায় না। সবাই রাজনীতি মানে মিছিল মিটিং এবং হরতাল অবরোধ আর মারামারি বোঝে। সত্যিকার অর্থে রাজনীতির মূল বিষয় কী এগুলোই? আজ যারা বই, খাতা, কলম নিয়ে থাকে তাদের কে কেউ রাজনীতি করার মতো উৎসাহ দেয় না। কারণ তাদের জন্য রাজনীতি আসে নাই। রাজনীতি করতে হলে শিক্ষার আগে নাকি শক্তি প্রয়োজন। তা না হলে রাজনীতি করা সম্ভব না। আসলে এর জন্য প্রয়োজন বড় বড় রাজনীতিবীদদের এ বিষয়ে নজর দেয়া। সরকারের প্রয়োজন এ বিষয় নিয়ে চিন্তা করা। কারণ আজকের একজন মেধাবি শিক্ষার্থী যদি আগামী দিনের একজন বড় রাজনীতিবদি হতে পারে বা বড় নেতা হতে পারে তবে সেটা হবে আমাদের দেশের রাজনীতির জন্য মঙ্গলজনক। বড় বড় নেতা এবং রাজনীতিবীদরা যদি মূল থেকে অর্থাৎ ছাত্র রাজনীতি থেকে একজন ছাত্র নেতাকে সঠিক ভাবে বঙ্গবন্ধুর আদর্শ এবং শিক্ষা দিয়ে গড়ে তুলতে পরে তবে বাংলাদেশে জন্ম হতে পারে আরো কিছু ভালো রাজনীতিবীদ। বর্তমান সরকারের সুদৃষ্টি যদি থাকে তবে আজকের ছাত্ররা কখনো রাজনীতিকে ঘৃণার চোখে দেখবেনা। কখনো একজন ছাত্র ভয় পাবেনা রজনীতি করতে। ছোটবেলা থেকে একজন ছাত্রের লক্ষ্য হতে পরে রাজনীতি, যদি সে রাজনীতি হয় সচ্ছ এবং সুন্দর হয়। তবে এখনকার রাজনীতি করে অকালে প্রাণ হারাচ্ছে অনেক ছাত্রনেতা। রাজনীতিতে যাওয়ার আগে তার প্রাণ হরানোর ভয় হতে থাকে। এমন রাজনীতি কে’বা করতে চায়। কার মাবাবা তার সন্তানকে এমন রাজনীতিতে যাওয়ার জন্য সম্মতি দিবে। তাই আমাদের মন থেকে রাজনীতির নোংরা অধ্যায় দূর করার জন্য দরকার সরকারের সুনজর এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবেই ছাত্র রাজনীতিতে ছাত্ররা এগিয়ে আসবে। আর অস্ত্র থাকবেনা কোনো ছাত্রের হাতে। কলম দিয়েই তারা রাজনীতি করতে পারবে। এজন্য প্রয়োজন ছাত্রদের সঠিক ও সুন্দর মন। ছাত্রদের সঠিক মনোভাব থাকলেই একদিন বাংলাদেশের রাজনীতি হবে অস্ত্র মুক্ত।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply